শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ত্রাণের তালিকায় আম, লিচু, শাক-সবজি যুক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার

আবুল বাশার নূরু : [২] দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বৃহস্পতিবার জেলা প্রশাসকদের জন্য নতুন করে আরও ৬ কোটি ৩০ লাখ টাকা এবং নয় হাজার ৭৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে সেই বরাদ্দপত্রে এই নির্দেশনা দিয়েছে।

[৩] এতে বলা হয়েছে, ত্রাণ সামগ্রী হিসেবে শাক-সবজি, আম ও লিচু কিনে বিতরণ করা যেতে পারে। প্রত্যেক ত্রাণ গ্রহণকারীকে কমপক্ষে পাঁচটি করে গাছ লাগানোর অনুরোধ করা যেতে পারে।

[৪] গত ১৬ মে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় সঙ্কটের এই সময়ে আম, লিচুসহ মৌসুমি ফল এবং কৃষিপণ্য বাজারজাত করার কৌশল নিয়ে আলোচনা হয়।

[৫] লকডাউনে পরিবহন সঙ্কটে ফলচাষীরা যাতে তাদের গ্রীষ্মের ফল নিয়ে বিপাকে না পড়েন এবং হঠাৎ কর্মহীন হয়ে দুর্দশায় পড়া দরিদ্র শ্রমজীবী মানুষ যাতে মৌসুমি ফলের পুষ্টি পেতে পারে, সেজন্য ওই সভায় ত্রাণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে আম, লিচুসহ বিভিন্ন ফল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।
[৬] পরে কৃষি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়ে ত্রাণ সামগ্রীর মধ্যে এবারের মৌসুমী ফল অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।
এর ধারাবাহিকতায় ফল চাষীদের সহায়তা করতে তাদের কাছ থেকে সরকারিভাবে ফল কিনে তা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়