শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃতের সংখ্যার চীনকে ছাড়িয়ে গেলো ভারত, প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার

লিহান লিমা: [২]আক্রান্তের সংখ্যার দিক দিয়ে এর আগেই চীনকে ছাড়িয়ে গিয়েছিলো ভারত। এবার মৃতের সংখ্যায়ও ছাড়িয়ে গেলো। ভারতে করোনাভাইরাসে মোট ৪ হাজার ৭০৬ জন প্রাণ হারিয়েছেন। ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪। আল জাজিরা

[৩]গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৭ হাজার ৪৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত যা একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতে এই মুহূর্তে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৭৯৯। সুস্থ হয়েছেন ৭১ হাজার ১০৬ জন।

[৪]ওয়ার্ল্ডমিটার বলছে এই মুহূর্তে বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের স্থান নবম। চীনের স্থান পঞ্চোদশতম। অর্থাৎ বিশ্বের ১৪টি দেশে এখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা চীনের চেয়ে বেশি।

[৫]ভারতে চতুর্থ পর্যায়ের লকডাউনের শেষের দিকে। সংক্রমণ বৃদ্ধির এই হার উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে লকডাউনের পরবর্তী করণীয় নিয়ে রাজ্যগুলোর থেকে মতামত জানতে চেয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। তার আগে মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌড়াও রাজ্যগুলোর মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় বিশেষ অগ্রাধিকার পায় দেশের ১৩টি শহর। এই শহরগুলোতেই করোনা সংক্রমণ বৃদ্ধির হার উর্ধ্বমুখী। দেশের প্রায় ৭০ শতাংশ সংক্রমণের ঘটনা এই শহরগুলোতেই ঘটেছে। এনডিটিভি

[৬]বিশ্বজুড়ে এ পর্যন্ত ৫৮ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৩০৮ জনের। আমেরিকায় মৃতের সংখ্যা ১ লাখ পেরিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়