শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘনিষ্ঠতা নয়, ২ মিটার দূরত্ব! শুটিং করার নতুন নির্দেশিকা

মুসফিরাহ হাবীব: [২] প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া সম্প্রতি প্রকাশ করেছে ৩৭ পাতার একটি নতুন কার্যপদ্ধতির নির্দেশিকা। শুটিংয়ে কী কী বিষয় মেনে চলতে হবে বলা হয়েছে সেসবই। সব বিনোদন ইন্ডাস্ট্রি বা আঞ্চলিক ক্ষেত্রকে এ নির্দেশিকা মেনে চলার প্রস্তাব দেওয়া হয়েছে।

[৩] আগামী দিনে যখন শুটিং শুরু হবে, এ নির্দেশিকা মাথায় রেখেই চলবে কাজ। গত সপ্তাহে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে জাতীয় পর্যায়ে বিনোদন জগতের কয়েকজন সংগঠকের ভিডিও কনফারেন্সের পরেই প্রকাশ করা হয় এ নতুন নির্দেশিকা। কী কী বিষয় মেনে চলতে হবে তা এক ঝলক এখানে দেওয়া হল:

*হ্যান্ডশেক, জড়িয়ে ধরা, চুম্বন ও অন্যান্য শারীরিক সংস্পর্শ-জনিত পারস্পরিক অভিবাদন এড়িয়ে চলতে হবে।

*সহকর্মীদের মধ্যে ২ মিটার দূরত্ব রাখতে হবে।

*সব ক্রু-মেম্বারদের শুটিংয়ে সর্বক্ষণ মেডিক্যাল মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক।

*সেট, অফিস ও স্টুডিওতে সিগারেট ভাগ করে খাওয়া বন্ধ করতে হবে।

*আগামী অন্তত ৩ মাস, ৬০ বছরের বেশি বয়স্ক কোনও অভিনেতা বা ক্রু-সদস্যকে ইউনিটে রাখা যাবে না।

[৪] শুটিংয়ের আরও বহু বিষয় নিয়েই আলোচনা রয়েছে ৩৭ পৃষ্ঠার ওই গাইডলাইনে। যেমন, অন্তত ৪৫ মিনিট আগে পৌঁছতে হবে সব সদস্যকে, শুটিং ফ্লোরে সোশাল ডিসট্যান্সিং মেনে চলার জন্য চক দিয়ে দাগ কাটতে হবে– এমন অনেক কিছু। হাত ধোয়া ও সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব শুটিংয়ে পোর্টেবল বেসিন থাকতে হবে, সে কথাও উল্লেখ করা হয়েছে।

[৫] তাছাড়া, গাইডলাইন অনুযায়ী, এবার থেকে একবার ব্যবহার্য মেকআপ সরঞ্জাম ব্যবহার করতে বলা হয়েছে। যিনি মেকআপ করছেন, তাকে ফেস-শিল্ড, গ্লাভস ব্যবহার করতেই হবে। পাশাপাশি মেক-আপ করার পর অভিনেতা-অভিনেত্রীদের ফেস-শিল্ড পরতে বলা হয়েছে নির্দেশিকায়। নিজস্ব মেক-আপ কিটও ব্যবহার করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়