শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে গেলেন ৫ ভারতীয়, ফিরলেন ৪ বাংলাদেশি

গোয়াইনঘাট প্রতিনিধিঃ [২] বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে চলমান লকডাউনে বাংলাদেশে আটকে পড়া ভারতের পাঁচজন নাগরিক তাদের দেশে গিয়েছেন। একই দিন ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া চারজন বাংলাদেশি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন।

[৩] বৃহস্পতিবারে ভারতীয় পাঁচজন তামাবিল ইমিগ্রেশন দিয়ে তাদের দেশে যান এবং সন্ধ্যায় চার বাংলাদেশি তামাবিল ইমিগ্রেশন হয়ে দেশে ফিরেন। দেশে যাওয়া ভারতীয়রা হলেন, চিন্তা হরণ চৌধুরী, প্রীতি চৌধুরী, নেহা খংলা, ব্রায়ান মাইকেল খংওয়ার নংসিয়েট ও সাকানি ধনি কিন্ডিয়াহ এদের মধ্যে দুইজন ভ্রমণ ভিসায় এবং তিনজন স্টুডেন্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন।অপরদিকে দেশে ফিরে আসা ৪ বাংলাদেশি হলেন, মোনা বিআইএ চৌধুরী, আব্দুস সালাম, মো. আব্দুল খালেক এবং মো. নূর আলম। এদের মধ্যে একজন স্টুডেন্ট ভিসায় এবং তিনজন ভ্রমণ ভিসায় ভারতে গিয়েছিলেন।

[৪] তামাবিল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইমিগ্রেশন সুবিধা বন্ধ থাকায় পড়ালেখা ও ভ্রমণ ভিসায় ভারতে গিয়ে বাংলাদেশের চারজন এবং বাংলাদেশে এসে ভারতের পাঁচজন নাগরিক উভয় দেশের বিভিন্ন এলাকায় আটকে পড়েছিলেন। দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে আবেদন করা এই নাগরিকদের বিশেষ ব্যবস্থায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এর আগে এসব নাগরিক নিজ দেশের দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে আসার জন্য আবেদন করেছিলেন।

[৫] এ সময় বিজিবি, ইমিগ্রেশন ও কাস্টমস এর দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৬] তামাবিল স্থলবন্দরে নিয়োজিত মেডিকেল টিমের দায়িত্বে থাকা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভারত থেকে দেশে ফেরা ৪ বাংলাদেশি নাগরিক তামাবিল ইমিগ্রেশন হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় করে তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গের উপস্থিতি মেলেনি। তারা সকলেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তারপরও সবাইকে হোম কোয়ারেন্টিনে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

[৭] এ বিষয়ে তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মওদুদ আহমেদ রুমি বলেন, স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে। তবে গত ২ মে ১ নারীসহ ১১ বাংলাদেশি দেশে ফিরেন। এর প্রায় মাসখানেক পর ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা এবং বাংলাদেশে থাকা ভারতের নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে এ কাজ সম্পাদন করা হয়েছে। দেশে ফেরত আসা বাংলাদেশিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বাড়ি যাওয়ার সুযোগ করে দেয়া হয়। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়