শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন নিরাপত্তা আইন কার্যকর করলে ৩ লাখেরও বেশি হংকং বাসিন্দাকে নাগরিকত্ব দেবে ব্রিটেন

রাশিদ রিয়াজ : [২] ১৯৯৭ সালে হংকংকে ব্রিটেন চীনের কাছে হস্তান্তরিত করার আগে যারা ব্রিটিশ ন্যাশনাল ওভারসিস (বিএনও) হিসেবে নিজেদের দাফতরিক পরিচয় ধরে রাখতে পেরেছেন তারা এধরনের নাগরিকত্বের সুযোগ পাবেন। এধরনের বিএনও’র সংখ্যা রয়েছে ৩ লাখ ১৪ হাজার। সিএনএন

[৩] ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন তিনি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব হংকংয়ে এধরনের বাসিন্দাদের কিভাবে নাগরিকত্ব দেয়া যায় তার একটা পথ বাৎলে দেয়ার জন্যে কাজ করছেন।

[৪] টুইটারে হংকং পরিস্থিতির জন্যে গভীর উদ্বেগ প্রকাশ করে এধরনের বিতর্কিত নিরাপত্তা আইন কার্যকর করা থেকে ফিরে আসার জন্যে চীনকে আহবান জানিয়ে প্রীতি প্যাটেল বলেন তার দেশ হংকংয়ের মানুষের নাগরিক অধিকার ও বাকস্বাধীনতার জন্যে অব্যাহতভাবে পাশে থাকবে।

[৫] প্যাটেল আরো বলেন বিএনও কার্ডধারী হংকংয়ের নাগরিকরা প্রথমে ৬ মাসের জন্যে ব্রিটেনে আসার সুযোগ পাবেন। চীন যদি এরপরও অব্যাহতভাবে হংকংয়ে নিরাপত্তা আইন কার্যকর থেকে সরে না দাঁড়ায় তাহলে বিএনও কার্ডধারীদের পর্যায়ক্রমে ব্রিটেনের নাগরিকত্ব দেয়া হবে। তার আগে তাদের ব্রিটেনে কাজ ও পড়াশুনার জন্যে আরো এক বছরের অবস্থানের সুযোগ দেয়া হবে তাদের।

[৬] ব্রিটেনের এ প্রস্তাবকে কনজারভাটিভ ও লেবার পার্টি জোর সমর্থন জানিয়েছে। ছায়া পররাষ্ট্রমন্ত্রী লিসা ন্যান্ডি এক বিবৃতিতে বলেছেন হংকংয়ের জনগণের প্রতি আমাদের দীর্ঘদিনের বাধ্যবাধকতা পালনের একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়