শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে চিকিৎসক দম্পতিসহ ৫১ জনের করোনা শনাক্ত

মহসীন কবির : [২] সিলেট জেলায় চিকিৎসক দম্পতি, জাতীয় শ্রমিক লীগ নেতাসহ নতুন করে একদিনে রেকর্ড সংখ্যক ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৫১ জনের করোনা শনাক্ত হয়। জাগোনিউজ

[৩] এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচাপলক ডা. হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ২৭ জন, গোলাপগঞ্জের ১১ জন, কানাইঘাটের ৮ জন, বিশ্বনাথের একজন, শাহপরান থানার ২ জন, জকিগঞ্জ উপজেলার একজন ও জৈন্তাপুর উপজেলার একজন রয়েছেন।

[৪] তবে গোলাপগঞ্জের ১১ জনের মধ্যে ৮ জন নতুন শনাক্ত এবং ৩ জন পুনরায় করেনা পরীক্ষা করে পুনর্বার করোনা শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবীর সেলিম। মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সুবায়ের আহমদ চৌধুরী সুহেল বিষয়টি নিশ্চিত করেন।

[৫] তিনি বলেন, সম্প্রতি তিনি (সেলিম) করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাবে নমুনা দেন। বৃহস্পতিবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ শরফ উদ্দিন নাহিদ ও তার স্ত্রী আয়শা আক্তার করোনায় আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়