শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বই-টেলিভিশন-মোবাইলের সঙ্গে ‘মিতালি’ রুমবন্দি জাফরুল্লাহর

আবুল বাশার নূরু : [২] করোনাভাইরাস আক্রান্ত হয়ে ঘরবন্দি ডা. জাফরুল্লাহ চৌধুরী বই-টেলিভিশন-মোবাইলের সঙ্গে ‘মিতালী করেই’ সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন।

[৩] ৭৯ বছর বয়সী জাফরুল্লাহ এখন ধানমণ্ডিতে তার বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

[৪]আইসোলেশনের দিনলিপি নিয়ে বৃহস্পতিবার তিনি বলেন, “আইসোলেশন মানেই একাকিত্বের জীবন। এখন কীভাবে আমার দিন যায় রাতে আসে জান? মিতালি করে। বইয়ের সাথে মিতালি, টেলিভিশনের সাথে মিতালি, মোবাইলের সাথে মিতালি।

[৫] তিনি বলেন, কিছুক্ষণ বইপত্র পড়ি, কিছুক্ষণ টেলিভিশন দেখি, রিমোট নিয়ে একটা পর একটা চ্যানেল বদলাই। আবার কিছুক্ষণ মোবাইলের কল রিসিভ করে নানা মানুষের কথা শুনি। কিছুক্ষণ ঘুমাতেও হয়। এভাবেই আমার দিন যায়, রাত আসে। এটাই আমার আইসোলেশন লাইফ।

[৬]গত সোমবার বিকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী জ্বর অনুভব করার পরপরই গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে তার রক্ত পরীক্ষা করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর দ্রুতই আইসোলেশনে চলে যান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

[৭]তিনি বলেন, দেশের মানুষ যেমন ঘরবন্দি, আমি রুমবন্দি। এখন দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন প্রতিদিন টেলিফোন করে আমার খোঁজ-খবর নিচ্ছে। অনেকের টেলিফোনের কথাবার্তা খুবই ইন্টারেস্টিং। যেমন একজন টেলিফোন করে বলেছে যে, সে নামাজ-টামাজ পড়ে না, আমার জন্য সে নামাজ পড়ছে। সে বলল, স্যার আমি অনেক দিন নামাজ পড়ি না। আপনার অসুখের কথা শুনে আমি আল্লাহর কাছে দোয়া চাইতে নামাজ পড়ছি। আমি এটা শুনে অবিভূত হয়েছি।

[৮]আরেকটা টেলিফোনের কথা বলি। একজন ইউএনও টেলিফোন করে বলল যে, সে ও তার ওয়াইফ আমার জন্য নফল নামাজ পড়ে দোয়া করেছে। তার কথা শুনে মনটা উজ্জীবিত হয়েছিল যে, মানুষের এত ভালোবাসা আমার প্রতি রয়েছে! আমি কৃতজ্ঞ।

[৯]মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ বলেন, যখন মুক্তিযোদ্ধারা টেলিফোন করে আমার খবর নেন তখন মনটা ভরে ওঠে। কর্নেল সাজ্জাদ টেলিফোন করেছিল…।”

[১০]খাবার-দাবার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “নিয়মিত খাওয়া-দাওয়া করছি। ফলমূল যেমন লিচু, আপেল, মাল্টা ইত্যাদি ফলমূল খাচ্ছি বেশি। সব সময় গরম পানি খাচ্ছি। কারণ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের গরম পানি খাওয়াটা জরুরি।
সূত্র: বিডিনিউজ।###

  • সর্বশেষ
  • জনপ্রিয়