শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মারা যাওয়া ডাক্তারদের শহীদের মর্যাদা দিবে মিশর

ইয়াসিন আরাফাত : [২] নীল নদ আর পীড়ামিডের দেশ মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলির বরাত দিয়ে দেশটির মেডিকেল সিন্ডিকেটের প্রধান ডাক্তার হুসেন খায়রি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে যেসব ডাক্তার মারা যাবেন তাদের শহীদ হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি তাদের পরিবারের পাশেও দাঁড়াবে দেশটির সরকার। দৈনিক আরহাম, আলজাজিরা

[৩] বৃহস্পতিবার করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশটির মেডিকেল সিন্ডিকেটের নেতারা। সেখানে প্রধানমন্ত্রী বলেন, যেসব ডাক্তার করোনায় মারা যাবে তাদেরকে পুলিশ ও স্বশস্ত্র বাহিনীর সদস্যদের মতো শহীদের মর্যাদা দেয়া হবে। তাদের পরিবারকে রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল সিসি ঘোষিত তহবিল থেকে ক্ষতিপূরণ দেয়া হবে।

[৪] বৈঠকে মেডিকেল সিন্ডিকেটের পক্ষ থেকে করোনার বিরুদ্ধে লড়তে প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম, যথাযথ প্রশিক্ষণ, মেডিকেল স্টাফদের জন্য আলাদা পিসিআর টেস্ট, আলাদা আইসোলেশন হাসপাতাল, নতুন ডাক্তার নিয়োগের বিষয়গুলো তুলে ধরা হয়।

[৫] মিশরে এ পর্যন্ত করোনাভাইরাসে ২০ হাজার ৭৯৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৪৫ জন। সুস্থ হয়ে উঠেছে ৫ হাজার ৩৯৫ জন। মেডিকেল সিন্ডিকেটের মতে গেল এক সপ্তাহে দেশটিতে ৩৫০ জন ডাক্তার দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়