শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইক্ষ্যংছড়িতে বিপুল ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

হাবিবুর রহমান সোহেল : [২] বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-সোনাইছড়ি সড়কে পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮মে) দুপুরে সোনাইছড়ির জারুলিয়াছড়ি পুলিশের অস্হায়ী চেক পোষ্টে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব দত্ত থানা’র ওসি তদন্ত কানু চৌধুরী ও সেকেন্ড অফিসার জাফর ইকবালের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ।

[৪] এসময় পুলিশের অভিযানে টের পেয়ে ইয়াবা পাচারকারীরা জারুলিয়াছড়ি এলাকায় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এইচএ-১১-৮০৩১ নম্বরের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে মোটরসাইকেলটি তল্লাসী চালিয়ে সিটের নিচে লুকিয়ে রাখা ৭হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়।

[৫] এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন আটক ও অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সুপারের নির্দেশনা মতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জারুলিয়া ছড়ি অস্হায়ী চেক পোষ্টে যাত্রী বাহী এক মটরসাইকেল তল্লাশী করে ৭ হাজার ৭শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তল্লাশি করার সময় পালিয়ে যাওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

[৬] উল্লেখ্য, দুর্গম ও পাহাড়ী পথ হওয়ায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি হয়ে র্দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার হয়ে আসছে একটি বড় সিন্ডিকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়