শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক্সিম ব্যাংকের এমডিকে নির্যাতন দুটি ব্যবসায়ী গোষ্ঠির ভিতরকার দ্বন্দ্ব বলেই মনে করছেন অনেকেই

বিশ্বজিৎ দত্ত : [২] এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক এ দুটি ব্যাংকই সমস্যা সংকুল ব্যাংক। একটির মালিকানায় আছে নাসা গ্রুপ অন্যটির মালিকানায় সিকদার গ্রুপ। ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদার। তিনি নাসা গ্রুপেরও প্রধান। অন্যদিকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ ৫ পরিচালকের সবাই শিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক শিকদারের সন্তানরা।

[৩] জানা গেছে মে মাস থেকেই এই দুই শিল্প পরিবারের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ দেখা দেয়। এরআগে অবশ্য সম্পর্ক ভালছিল। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম শিকদার গ্রুপের পরিচালক, পারভিন হক শিকদার সংরক্ষিত মহিলা আসলে এমপি হলে যুগান্তর পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে অভিনন্দন জানিয়ে ছিলেন।

[৪] বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এক্সিম ব্যাংক থেকে তার পরিচালকরা প্রায় ১০ হাজার ৭১০ কোটি টাকা ঋণ নিয়েছেন। ন্যাশনাল ব্যাংক থেকেও তার পরিচালকরা বিপুল ঋণ নেয়ায় বাংলাদেশ ব্যাংক সেখানে পর্যবেক্ষক বসিয়েছে।

[৫] জামানত হিসাবে নবাব আসকারী জুট মিলের মূল্য ৫০০ কোটি টাকা নির্ধারণ না করায় শিকদার গ্রুপের এমডি রন সিকদার ও দীপু হক সিকদার এক্সিম ব্যাংকের এমডি ও অতিরিক্ত এমডিকে নির্যাতন করেছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এই জুট মিলটি ২ বছর আগে ক্রয় করে সিকদার গ্রুপ। কত দিয়ে ক্রয় করা হয়েছে তা জানা যায়নি।

[৬] তবে দুটি পরিবারই বর্তমান সরকারের খুব কাছের। নজরুল ইসলাম মজুমদার আগে বিএনপি সংশ্লিষ্ট থাকলেও পরে বর্তমান সরকারের খুব কাছের একজনে পরিনত হন। ২০১৭ সালের ১৫ মে তিনি এক্সিম ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ৩ কোটি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ২ কোটি, ও মোহম্মদ এ আরাফাতের সূচনা ফাউন্ডেশনে ১ কোটি টাকা অনুদান দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়