শিরোনাম

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মত নাইটভিশন ৩টি এমআই-১৭১ হেলিকপ্টারসহ কন্টিনজেন্ট পাঠালো বিমান বাহিনী

ইসমাঈল হুসাইন ইমু : [২] আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর সর্বমোট ১২৫ জন সদস্য মধ্য আফ্রিকায় যাচ্ছে।

[৩] জাতিসংঘে স্থায়ী মিশন নিউইয়র্কের সহযোগিতায় এই প্রথমবারের মত বাংলাদেশ বিমানের একটি ভাড়া করা বিমানে বাংলাদেশী শান্তিরক্ষীরা
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গেলো।

[৪] বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে মধ্য আফ্রিকান রিপাবলিকগামী কন্টিনজেন্টের এর সদস্যদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে
সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান। তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়