শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন নির্বাচনের মাধ্যমে জবি লিও ক্লাবের নতুন কমিটি গঠিত

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি : [২] মানবসেবা এবং নেতৃত্ব গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব ২০২০-২১ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত দুই দিনব্যাপী অনলাইনে নির্বাচনের ভোট গ্রহণ শেষে এই নির্বাচনের ফলাফল দেওয়া হয়। সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে ভোটাভুটি শেষে নির্বাচিত সদস্যকে বিজয়ী বলে ঘোষণা প্রকাশ করা হয়।

[৩] নতুন কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সাবেক ট্রেজারার লিও নাকিবুল আহসান নিশাদ। অন্যান্য পদে ১নং সহ-সভাপতি লিও একরামুল হক এরফান, ২নং সহ-সভাপতি লিও নিশাত তাসনিম খান শৈলী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিও মিনার আল হাসান এবং ট্রেজারার (কোষাধ্যক্ষ) লিও রাউফুন আলম মজুমদার সাবাব নির্বাচিত হয়েছেন।

[৪] জানা যায়, ২০১৯ সালে লায়ন্স ক্লাব অফ ঢাকা লালমাটিয়ার অভিভাবকত্বে আত্নপ্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব।

[৫] সংগঠনের প্রতিষ্ঠাকালীন ও সদ্য সাবেক সভাপতি লিও আহসান জোবায়ের নতুন কমিটি সম্পর্কে বলেন, লিও ক্লাব একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। মানবসেবার ব্রত নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি তাদের কার্যক্রমে মাধ্যমে মানুষের পাশে থাকবে এবং সবার মাঝে মানবসেবার আদর্শ ছড়িয়ে দিবে এই আশাবাদ রাখি। সবার জন্য অনেক শুভকামনা।

[৬] নব নির্বাচিত সভাপতি লিও নাকিবুল আহসান নিশাদ বলেন, মানবসেবা করার সংকল্প নিয়ে গড়ে উঠা সংগঠনটির প্রধান উদ্দেশ্য থাকবে মানুষের সেবা করা। পাশাপাশি নেতৃত্ব গঠনের দিকে যেমন আমাদের মূল উদ্দেশ্য থাকবে তেমনি সাথে অন্যান্য ক্লাবের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবকেও অনন্য ক্লাব হিসেবে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা করবো। ক্লাবের সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়