শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের দেশগুলো

লিহান লিমা: [২] কোভিড-১৯ রোগীদের ওপর এই ম্যালিরিয়ার ঔষধ প্রয়োগ বন্ধ করেছে ইউরোপিয় ইউনিয়নের দেশগুলো। এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাইডোক্সোক্লোরোকুইন প্রয়োগ বাতিল করা হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার করোনার চিকিৎসায় হাইডোক্সোক্লোরোকুইন প্রয়োগের কথা বললেও বিশেষজ্ঞরা এই ঔষধ প্রয়োগ নিয়ে সর্তক করে আসছেন। রয়টার্স, আল জাজিরা

[৩] সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত অনুসরণ করে ফ্রান্স, ইতালি ও বেলজিয়াম নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে হাইডোক্সোক্লোরোকুইনের ব্যবহার বন্ধ করে।

[৪] ব্রিটেনের নীতি-নির্ধারকরা বলেছেন, চালু করার এক সপ্তাহের মধ্যে এই ঔষধের অভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে।

[৬] প্রথম দিকে কিছু কিছু ক্ষেত্রে এই ঔষধ প্রয়োগে সফলতার আশা দেখা যাওয়ার পর কোভিড-১৯ চিকিৎসায় হাইডোক্সোক্লোরোকুইনের ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছিলো। ট্রাম্প এই ঔষধকে করোনার চিকিৎসার ম্যাজিক বলে মন্তব্য করেন। পরে তিনি জানিয়েছেন, করোনার সংক্রমণ ঠেকাতে তিনি হাইডোক্সোক্লোরোক্ইুন গ্রহণ করেছেন।

[৭] পরবর্তীতে অনেক গবেষণায় এই ঔষধের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। ব্রিটেনের মেডিক্যাল জার্নাল দ্য ল্যানচেট এক প্রতিবেদনে জানিয়েছে, হাইডোক্সোক্লোরোকুইন প্রয়োগ করা করোনার রোগীদের অন্য রোগীদের চেয়ে হার্ট এটাকে মারা যাওয়ার সম্ভাবনা বেশি।

[৮] এদিকে ইউরোপিয় ইউনিয়নের দেশগুলো হাইডোক্সোক্লোরোকুইন প্রয়োগে নিষেধাজ্ঞা দিলেও ভারত বলছে তারা করোনার চিকিৎসায় এই ঔষধ প্রয়োগ করে সফলতা পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়