শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার মধ্যেই ভারতের সঙ্গে টেস্ট সিরিজের সূচি নিশ্চিত করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : [২] ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত। ঋতুরাজকে বরণ করতে কোনো বাধায় মানতে চাননি কবি। কেননা বসন্তই যেন তিনি সুখ খুঁজে পান। কবির মতো ঘটনা ঘটেছে ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলেরও। করোনা সারুক বা না সারুক আমরা ক্রিকেট আয়োজন করবে। এরই মধ্যে ২০২০-২০২১ মৌসুমের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া।

[৩] আগে থেকেই ভারত বলে আসছিলো অস্ট্রেলিয়া সফর তারা পেছাবে না কিংবা স্থগিতও করবে না। কেননা এতে বেশ আর্থিক ক্ষতি হবে। এমনিতেই নির্দিষ্ট সময়ে আইপিএল হয়নি, হবে কিনা সেটাও নিশ্চিত হয়। যার ফলে এ বছরে বেশ বড় সড় ক্ষতিই হতে যাচ্ছে বিসিসিআইয়ের। তাই অস্ট্রেলিয়া সফর নিয়ে কোনো মত বদল চায় না।

[৪] করোনার থাবায় ক্রিকেট বিশ্বের সব খেলা বন্ধ হয়ে যাওয়ায় বোর্ডার-গাভাস্কার সিরিজ পড়ে যায় হুমকির মুখে। যদিও করোনার মধ্যেও সিরিজের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

[৫] ৩ ডিসেম্বর গ্যাবা টেস্ট দিয়ে শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া সফর। ১১ থেকে ১৫ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে নিজেদের দ্বিতীয় ও বিদেশের মাটিতে প্রথম ডে-নাইট টেস্ট খেলবেন কোহলিরা। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। আর ৩ জানুয়ারি সিডনিতে চতুর্থ ও শেষ টেস্ট মাঠে গড়াবে।

[৬] চার ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে ওয়ানডে সিরিজও যোগ হতে পারে। অস্ট্রেলিয়ার নতুন সূচিতে সেটাই প্রকাশ পেয়েছে। তিন ম্যাচ ওডিআই সিরিজ শুরু হবে ১২ জানুয়ারি। পার্থে প্রথম ওয়ানডে ম্যাচ হওয়ার পর দ্বিতীয় ম্যাচ হবে ১৫ জানুয়ারি মেলবোর্নে। আর ১৭ জানুয়ারি সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়