শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের শীতলতম স্থানগুলোতে বাড়ছে উষ্ণতা, চিন্তায় বিশেষজ্ঞরা

ইয়াসিন আরাফাত : [২] বিশ্বের অন্যতম শীতল স্থান উত্তর বা আর্কটিক মহাসাগর। এর পাশাপাশি গ্রিনল্যান্ডের বেশ খানিকটা এলাকা। আগামী দিনে এই দুই স্থানের তাপমাত্রাই বেশ বাড়বে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এই সময়

[৩] পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞরা বলছেন, সাইবেরিয়া থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত উত্তর মহাসাগরীয় গরম হাওয়া বা লু-এর কারণেই এই তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পাবে। এর ফলে গোটা উত্তর মহাসাগরীয় অঞ্চলে রেকর্ড ভাঙা গরম পড়তে পারে। যদিও আগে এই অঞ্চলে কোনওদিন আবহাওয়ার এমন তারতম্য দেখেননি তারা।

[৪] বিশেষজ্ঞদের মতে, এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে রাশিয়ার উপর। এবারে রাশিয়ায় উষ্ণতম শীতকাল উপভোগ করতে চলেছেন দেশটির নাগিরকরা।

[৫] ইউএস ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) অফ আমেরিকার ম্যাপে পরিষ্কার ভাবেই এই তাপমাত্রা বৃ্দ্ধি দেখা যাচ্ছে। অন্তত এই গোটা উত্তর মহাসাগরীয় অঞ্চলে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গিয়েছে। রাশিয়ার সাবেরিয়ার বেশ কিছু এলাকায় ইতোমধ্যেই এই তাপমাত্রার হেরফের অনুভব করা গিয়েছে।

[৬] ম্যাপে দেখা যাচ্ছে, এই এলাকায় বছরের প্রথম চার মাস যে ধরনের তাপমাত্রা রয়েছে তা ১৯৮১ থেকে ২০১০ সালের মধ্যে কখনো দেখা যায়নি। ম্যাপে লু-এর কারণে গরম সাইবেরিয়াকে গাঢ় লাল রং দিয়ে বোঝানো হয়েছে। রাশিয়ার আবহাওয়া বিজ্ঞানীরাও এই ম্যাপকে স্বীকৃতি দিয়েছেন।

[৭] রাশিয়ার মেটরলজিকাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর বা আর্কটিক মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চলের উত্তর দিকে সমুদ্রতটের তাপমাত্রা বেড়ে গিয়েছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। করা সাগরের কাছে পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। এর প্রভাব পড়েছে এই অঞ্চলেই সবচেয়ে বেশি। ফলে উষ্ণতা অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি, সাইবেরিয়া, গিডেন, ইয়ামাল ও তেমিরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১৬ ডিগ্রি বেশি।

[৮] বিজ্ঞানীদের মতে, বিশ্ব উষ্ণায়নের জন্যই উত্তর বা আর্কটিক মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা এমন ভাবে বদলে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়