শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা মোকাবেলায় সাধারণ ছুটির মধ্যেই রেলের ইঞ্জিন ও লাইনের রক্ষণাবেক্ষণ চলছে : রেলপথ মন্ত্রী

কিশোর সরকার : [২] স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে সরকারি অফিস খুললেও আগামী ১৫ জুনের আগে গণপরিবহন চালু হচ্ছেনা। করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকলে রেলের লোকোমোটিভে (ইঞ্জিন) যান্ত্রীক ত্রুটি দেখা দিতে পারে। এছাড়া ২৭৩টি লোকোমোটিভেবের ৭৩ শতাংশই মেয়াদোত্তীর্ণ। ইঞ্জিনের আয়ুষ্কাল ২০ বছর হলেও ৬৬ বছরের পুরনো ইঞ্জিন রয়েছে রেলের বহরে।

[৩] এ ব্যাপারে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও মালবাহী ট্রেন চলছে। রেলের সব ওয়ার্কসপগুলোতেও লোকোমোটিভের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে। এছাড়া ইঞ্জিনগুলো নিয়মিত স্টার্ট দিয়ে কিছু সময়ের জন্য চালু রাখা হচ্ছে। তাই যেকোন সময় যাত্রীবাহী ট্রেন চালানোর নির্দেশ দিলে আগের মতোই ট্রেন ঠিকভাবে চলবে এতো কোন সমস্যা হবে না।

[৪] তিনি বলেন, করোনা রোধে সাধারণ ছুটির কারণে কেবল যাত্রী সেবা বন্ধ রয়েছে। স্বাস্থবিধি মেনে রেল লাইন ও রেল ব্রিজের নিয়মিত ম্যান্টেনেন্স চলছে।

[৫] রেলওয়ে আধুনিকায়নে ব্রডগেজ লাইনের ৪০টি ইঞ্জিন আনার চুক্তি হয়েছে। এ ছাড়া আরও ৩০টি ইঞ্জিন কেনার চুক্তি প্রক্রিয়াধীন। এর মধ্যে ১০টি ব্রডগেজ ইঞ্জিন ভারত উপহার হিসেবে আমাদের দিচ্ছে। এগুলো শিগগির এগুলো পেঁৗঁছালে ইঞ্জিন সমস্যা সমাধান হবে।

[৬] বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে এই ২৭৩টি ইঞ্জিন রয়েছে রেলওয়েতে। এর মধ্যে ব্রডগেজ ইঞ্জিন রয়েছে ৯৪টি। বাকি ১৭৯টি রয়েছে মিটারগেজ ইঞ্জিন। মিটার গেজের ১৪০টি ইঞ্জিনই মেয়াদোত্তীর্ণ। এসব ইঞ্জিনের মধ্যে ৪৫টি ইঞ্জিনের বয়স ২১-৩০ বছর, ৩১টি ইঞ্জিনের বয়স ৩১-৪০ বছর এবং ৬৪টি ইঞ্জিনের বয়স ৪১-৬০ বছরের বেশি। আর ৯৪টি ব্রডগেজ ইঞ্জিনের মধ্যে ২৪টির বয়স ৩১-৪০ বছরের মধ্যে। ৩১টি ব্রডগেজ ইঞ্জিন ৪১ বা তারও বেশি বছর ধরে চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়