শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সম্প্রসারণশীল নীতি প্রতিবেশিদের জন্য হুমকি হয়ে উঠছে : পাকিস্তান প্রধানমন্ত্রী

ইমরুল শাহেদ : [২] প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার বলেছেন, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার প্রতিবেশিদের জন্য হুমকি হয়ে উঠেছে। এক্সপ্রেস ট্রিবিউন, পাকিস্তান টুডে

[৩] সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এখন দুটি দেশই যুদ্ধবিরতি এলাকায় বিপুল সংখ্যক সেনা জড়ো করেছে। নেতৃস্থানীয় পর্যবেক্ষকরা ২০১৭ সালে চীন-ভারতের দোকালাম পরিস্থিতির সঙ্গে তুলনা করছেন।

[৪] বিতর্কিত এলাকায় এবারের সংকট তৈরি হয়েছে ভারতের কারণে। ভারতের সাবেক সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা রয়টার্সকে বলেছেন, লাদাখে ভারতের রাস্তা নির্মাণ ও বিমানবন্দর স্থাপনের কারণে চীন ক্ষুব্ধ হতে পারে।

[৫] প্রধানমন্ত্রী ভারতের বর্তমান নীতিকে নাৎসী ‘লেবেসরওম’ নীতির সঙ্গে করে বলেন, ঔপনিবেশিক আবাসনের বিষয় লেবেসরওম নিয়ে চর্চা করত এবং নীতিগুলো মূল্যায়ন করত। উল্লেখ্য, লেবেসরওমকে হিটলারের নাৎসী পার্টি পররাষ্ট্র হিসেবে গ্রহণ করেছিল।

[৬] ভারতের নীতি কিভাবে হুমকি হতে পারে তার বিস্তারিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সীমান্ত বিরোধ রয়েছে নেপাল ও চীনের সঙ্গে। বিতর্কিত সিটিজেনশিপ এ্যাক্ট তৈরি করে প্রতিবেশিদের মধ্যেও অসন্তোষ সৃষ্টি করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ভূয়া ফ্ল্যাগ অপারেশনেরও ঝুঁকি রয়েছে।

[৭] প্রধানমন্ত্রী ইমরান খান আরো বলেন, ভারতের এ ধরনের কাজের মধ্যে রয়েছে তারা অধিকৃত জম্মু ও কাশ্মীরকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নিয়েছে। এটা চতুর্থ জেনেভা কনভেনশন অনুসারে যুদ্ধাপরাধ। তারা অবৈধভাবে আজাদ জম্মু ও কাশ্মীরকেও দাবি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়