শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে মিথ্যে অপবাদ সইতে না পেরে মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: [২] বুধবার সকাল ১০টায় পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে।

[৩] সে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মারুয়াদি এলাকার আব্দুল বারেকের মেয়ে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তার শোবার ঘরের পেছনে একটি আমগাছের ঢালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে মৃতের পরিবার সূত্রে জানা গেছে।

[৪] মৃতের মা আলেয়া বেগম জানান, এসএসসি পাশ করে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করছিল সে। কিন্তু গত কয়েক দিন ধরে এলাকার কিছু লোক পূর্বত্রæতার জেরে মেয়ের চরিত্র নিয়ে মিথ্যা অপপ্রচার চালাতে থাকে।

[৫] তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে অপবাদ সইতে না পেরে এক পর্যায়ে মেয়ে ঘরের পেছনে থাকা আমগাছের ঢালের সঙ্গে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। থানার ফটকে মৃতের মা আহাজারি করছিলেন।

[৬] আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়