শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে অক্টোবরে অস্ট্রেলিয়ায় হচ্ছে না টি-২০ বিশ্বকাপ, ওই সময়ে আইপিএল করবে ভারত!

এল আর বাদল: [২] টি-২০ বিশ্বকাপ নিয়ে যাবতীয় জল্পনা-কল্পনাই সত্যি হতে চলেছে। এখনও পর্যন্ত যা খবর তাতে ২৮ মে বৃহস্পতিবার আইসিসির নির্বাহী বোর্ডের বৈঠকে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার প্রস্তাবেই মত দিচ্ছে সবাই। সেই সঙ্গে খুলে যাচ্ছে আইপিএলের রাস্তাও। আনন্দবাজার পত্রিকা এমনটাই উল্লেখ করেছে।

[৩] চলতি বছরের অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা বিশ্বকাপ। করোনার জেরে এই টুর্নামেন্ট বাতিল হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সরকার ১৬টি দেশের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের সেদেশে নিয়ে গিয়ে তাদের আবাসনের ব্যবস্থা করতে রাজি নয়। ফলে টুর্নামেন্ট বাতিল করে দিতে হবে। এবং সেই সিদ্ধান্ত এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার আইসিসির বৈঠকে তাতেই শিলমোহর দেওয়া হবে। এবং আগামী দিনের ক্রীড়াসূচি নিয়ে আলোচনা করা হবে। বিশ্বকাপ বাতিল হয়ে গেলে খুলে যাবে আইপিএলের রাস্তা। বোর্ড সূত্রের খবর, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে অক্টোবরের ওই সময়ই আইপিএল আয়োজনের চেষ্টা করা হবে।- ইন্ডিয়ান এক্সপ্রেস

[৪] টুর্নামেন্টের নতুন ফরম্যাট ঘোষণা করে দেওয়া হতে পারে জুলাই মাসেই। এবং সেই লক্ষ্যে আগামী মাসেই কাজ শুরু করবে বোর্ড। তবে এসবকিছুই হবে করোনা পরিস্থিতির উন্নতি হলেই। আপাতত সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

[৫] প্রথমে মনে করা হচ্ছিল, অক্টোবর-নভেম্বরে সম্ভব না হলে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে হতে পারে টি-২০ বিশ্বকাপ। কিন্তু তাতে মুশকিল হল আগামী বছর অক্টবরেই আবার ভারতে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা আছে।

[৬] ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপের আয়োজন করা মানে ৬ মাসের ব্যবধানে জোড়া বিশ্বকাপের আয়োজন। ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে ৬ মাসের ব্যবধানে জোড়া বিশ্বকাপ আয়োজনের মতো জায়গায় নেই স¤প্রচারকারী সংস্থার।

[৭] তাছাড়া অক্টোবর নভেম্বরে যদি আইপিএল হয় তাহলে সেটা আরও কঠিন হবে। তার চেয়ে ২০২২ সালে বিশ্বকাপ পিছিয়ে দেওয়াটাকেই শ্রেয় মনে করছে আইসিসি। কারণ, ওই বছর কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। আবার ২০২৩ সালে ভারত বিশ্বকাপ আয়োজন করবে। সূত্রের খবর এই প্রস্তাবে আপত্তি নেই ভারতেরও। বৃহস্পতিবারের বৈঠকে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এই প্রস্তাবেই সম্মতি দিতে চলেছেন। - সংবাদ প্রতিদিনি

  • সর্বশেষ
  • জনপ্রিয়