শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাহিদা বাড়াতে গাড়ির মূল্য কমালো টেসলা

মুসা আহমেদ: [২] করোনার কারণে ডাকা লকডাউনে উত্তর আমেরিকায় চরম ব্যবসায়িক মন্দায় পড়ে যায় টেসলা। ইতিমধ্যে পর্যায়ক্রমে লকডাউন শিথিল হলেও মোটরগাড়ি শিল্পতে চাহিদায় ধস অব্যাহত রয়েছে। এতে প্রতিষ্ঠানটির অস্তিত্ব টিকিয়ে রাখতে ও চাহিদা বাড়াতে মোটরগাড়ি মূল্য ৬ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। রয়টার্স

[৩] প্রতিষ্ঠানটি জানায়, কেবল ইলেকট্রিক গাড়ি বিক্রিতে এ ছাড় দেয়া হচ্ছে। এক্ষেত্রে নতুন উদ্ভাবিত দুটি মডেলের সুপারচার্জার গাড়ি এখনই গ্রাহকদের জন্য অবমুক্ত করা হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন মডেলের ওপর চীনে প্রতিষ্ঠানটির গাড়িমূল্য ৪ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

[৪] এ বিষয়ে ইলেকট্রিক গাড়ি সরবরাহকারী প্রতিষ্ঠান জেডি পাওয়ার জানায়, গেলো বছরের তুলনায় এবার এপ্রিলে যুক্তরাষ্ট্রে খুচরা গাড়ি বিক্রি অর্ধেকে নেমেছে। তবে মে মাসে চাহিদা কিছুটা বেড়েছে। করোনার মধ্যে বিক্রি বাড়াতে ইতিমধ্যে বেশকিছু গাড়ি প্রতিষ্ঠান আকর্ষণীয় অফার দিচ্ছে।

[৫] বুধবার টেসলার ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, এস মডেলের সিডান গাড়ির মূল্য এখন ৭৪ হাজার ৯৯০ ডলার, যার মূল্য আগে ছিলো ৭৯ হাজার ৯৯০ ডলার। অন্যদিকে, এ কোম্পানির স্পোর্টিং এক্স মডেলের দাম ৮৪ হাজার ৯৯০ থেকে কমিয়ে ৭৯ হাজার ৯৯০ ডলারে স্থির করা হয়েছে। সবচেয়ে কম মূল্যের গাড়ি মডেল থ্রি সিডান ২ হাজার ডলার কমে এখন ৩৭ হাজার ৯৯০ ডলার দাম নির্ধারিত হয়েছে।

[৬] এ মাসের শুরু থেকেই শিল্প কার্যক্রমে লকডাউন পর্যায়ক্রমে শিথিল করা শুরু করে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। এর ফলে কর্মী ছাঁটাইয়ের কবল থেকে রেহাই পেল দেশটির প্রায় ১ মিলিয়ন মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়