শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের বেলঘাটের আম বাগানে ৩শ’ মৃত বাদুড়

শাহীন খন্দকার : [২] অন্যদিকে, মধ্যপ্রদেশের একটি গ্রামে কিছু বাদুড়ের আকস্মিক মৃত্যু হচ্ছে। এক প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্যপ্রদেশের বেতুলের ভীমপুর ব্লকে কিছু বাদুড় অজানা রোগের কবলে পড়েছে। সেখানে বেশ কিছু বাদুড় মারা যাওয়ার কারণে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও পশু চিকিৎসকেরা প্রাথমিক ভাবে জানাচ্ছেন, তীব্র গরমের কারণে এমনটা হতে পারে।

[৩] খাজনি ফরেস্টের রেঞ্জার দেবেন্দ্র কুমার নিজে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন প্রাথমিক তদন্তে তাঁদের মনে হল অতিরিক্ত তাপ এবং জলের অভাবেই এই বাদুড়দের মৃত্যু হয়েছে। তাই বাগানে বা অন্যত্র বাদুড়দের খাওয়ার জন্য পাত্রে করে পানি রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

[৪] এদিকে বাদুড় থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিজ্ঞানীরাও এনিয়ে অনেক ব্যাখা দিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে প্রমাণও মিলছে দাবি তাদের।এমন পরিস্থিতিতে ভারতে একটি আম বাগানে ৩শ বাদুড়ের মৃত্যুতে মহামারির মধ্যেই নতুন আতঙ্ক তৈরি হয়েছে।

[৬] দেশটির গোরক্ষপুরের বেলঘাটের একটি আম বাগানে ৩শ’ বাদুড় মরে পড়ে আছে। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে ওই এলাকার স্থানীয়দের মধ্যে। বেলঘাটের বাসিন্দা পঙ্কজ শাহী জানান, তাঁর একটি বড় আমবাগান আছে। এদিন সকালে উঠে তিনি দেখেন বাগানের আমগাছের তলায় প্রচুর বাদুড় মরে পড়ে আছে। তাঁর প্রতিবেশীদের বাগানেও একইভাবে মৃত বাদুড় পাওয়া যায়। তথ্য: কলকাতা ২৪, আনন্দবাজার, জি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়