শিরোনাম

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমর্থকদের বাকযুদ্ধে মেসি হেরে গেলেন রোনালদোর কাছে

স্পোর্টস ডেস্ক : [২] করোনার ধাক্কা কাটিয়ে এরই মধ্যে জার্মানিতে ফুটবল মাঠে গড়িয়েছে। ইতালি ও স্পেনে চলছে ফুটবল ফেরার প্রস্তুতি। দলগুলো নিয়মিত অনুশীলন করে যাচ্ছে। ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে ক্রিস্তিয়ানো রোনালদো ও স্পেনের বার্সেলোনা ক্লাবে লিওনেল মেসি নিজেদের তৈরি করছেন। তবে বল মাঠে গড়ানোর আগেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ নিয়ে মেতেছে ভক্তরা।

[৩] দুই মাসেরও বেশি সময় পর মাঠে ফিরে মেসি ও রোনালদো দুজনই পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। দুই মহাতারকা নিজেদের ট্রেনিং ক্যাম্পে স্প্রিন্ট, বল পায়ে ট্রেনিং, স্ট্রেচিং থেকে শুরু করে ফিটনেস ট্রেনিং, ড্রিবলিং ও শুটিং প্র্যাকটিস করছেন। -টুইটার

[৪] মেসি-রোনালদোর দ্বৈরথ তো শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। তাই দুজনের প্রস্তুতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই ভক্তরা তা নিয়ে কাটাছেঁড়া শুরু করছেন। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে দুই মহাতারকার মধ্যে প্রথম ট্রেনিংয়ে কার স্কিল কত ভালো ছিল, সেই তুলনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চর্চা। যেখানে অনেকেই মেসির থেকে রোনালদোকে এগিয়ে রাখছেন।

[৫] ভিডিওতে দেখে গিয়েছে বলে শুট করে একের পর এক বাস্কেট করছেন রোনালদো, সেখানে অন্য এক ভিডিওতে মেসিকে ড্রিবলিংয়ের পর হেড করে বল বাস্কেট করতে দেখা যায়। মাঠে বল গড়ানোর আগেই দুই ফুটবলারের ট্রেনিং ভিডিওতে কে সেরা সেই নিয়েই চলছে ফুটবলভক্তদের মধ্যে কথার লড়াই। -দেশরূপান্তর/ টুইটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়