শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০ শয্যা ও তদুর্ধ্ব সব হাসপাতালে কোভিড রোগীদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে, অন্যথায় শাস্তি

সালেহ্ বিপ্লব, শরীফ শাওন : [২] এই নির্দেশ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের কোভিড ১৯ চিকিৎসা ব্যবস্থাপনা পর্যালোচনা করেছেন। তারা একই হাসপাতালে কোভিড ও নন কোভিড রোগীদের চিকিৎসা করার পক্ষেই মত দিয়েছেন।

[৩] এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশে নন কোভিড রোগের চিকিৎসার আলাদা ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে।

[৪] তবে ভিন্নমত প্রকাশ করেছেন হেলথ এন্ড হোপ হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. লেলিন চৌধুরী। তিনি বলেন, নন কোভিড রোগী কখনোই করোনা হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করবে না। ভর্তি করা হলেও সর্বদা করোনা আক্রান্তের শঙ্কায় থাকবেন। রোগীর মনের দঢ়তা কমে যাবে। তিনি বলেন, যে কোন রোগ থেকে আরোগ্য পাওয়ার প্রধান বিষয় হচ্ছে ইতিবাচক মনোবল। ফলে করোনা হাসপাতালে তাদের চিকিৎসা না করাই শ্রেয়।

[৫] তিনি বলেন, নন কোভিড হাসপাতালগুলোতে করোনা সন্দেহভাজন রোগীদের জন্য আলাদা জোন রাখতে হবে। সেই জোনে ভর্তি রোগীদের টেস্ট করা হবে। ভাইরাস শনাক্ত হলে তাদের চিকিৎসা দিতে করোনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

[৬] তার অভিমত, আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর করোনা মুহুর্তে অনেক সিদ্ধান্ত নিয়ে আবার প্রত্যাহারও করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়