আসিফুজ্জামান পৃথিল : [২] হংকং এর প্রধান নির্বাহীর দাবি, পৃথিবীর অন্য কোনও দেশের তার অঞ্চল নিয়ে মাথা ঘামানোর অধিকার নেই। চীন সম্প্রতি হংকং এর চন্য একটি নতুন নিরাপত্তা আইন প্রস্তাব করেছে। বিবিসি, আল জাজিরা, নিউজউইক
[৩] লাম মনে করেন, আইন মেনে চলা সংখ্যাগরিষ্ঠ নাগরিকের নিরাপত্তার জন্যই এই আইন জরুরী। এতে কারো অধিকারই খর্ব হবে না।
[৪] বিশেষজ্ঞদের মতে, এই আইন হংকং এর ‘ক্ষুদ্র সংবিধানের’ সঙ্গে সাংঘর্ষিক। চীন ১৯৯৭ সালে অঞ্চলটির দায়িত্ব বুঝে নেবার পর থেকেই এই সংবিধান চালু আচে। এতে বলা হয়েছে, নিজ অঞ্চলের ভেতরে হংকংবাসীরা পূর্ন স্বাধীনতা পাবেন।
[৫] গত বছর অঞ্চলটিতে বড় ধরণের বিক্ষোভ শুরু হয়েছিলো। করোনাভাইরাসের কারণে এ বছর আর কোনও বিক্ষোভ হয়নি। কিন্তু গত সপ্তাহ থেকে আবারও রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।
[৬] এরপরই নিরাপত্তা সংক্রান্ত নতুন আইন করার ঘোষণা দেয় চীন।