শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দুবাইতে আজ থেকে জীবাণুনাশক স্প্রে কর্মসূচির সময় পরিবর্তন

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : [২] করােনাভাইরাসের বিস্তার ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতে চল্লছে জীবাণুনাশ স্প্রে কর্মসূচি । উক্ত কর্মসূচিতে আগামী বুধবার থেকে বাণিজ্য নগরী দুবাইয়ে সময় পরিবর্তন করা হয়েছে । আগামী বুধবার ( ২৭ মে ) রাত ১১ টা থেকে সকাল ৬ টা করা হয়ে হয়েছে ।

[৩] সােমবার ( ২৫ মে ) দুবাই ক্রাউন প্রিন্স হামদান বিন রাশেদ আল মাকতুমের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয় । ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সম্পর্কে স্থানীয় স্থানীয় গণমাধ্যমে বলা হয় , ব্যবসার কথা চিন্তা করে আন্তর্জাতিক নিয়ম মেনে দুবাইয়ে ২৭ মে থেকে সকাল ৬ টা থেকে রাত ১১ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান চালু থাকবে ।

[৪] এছাড়া রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কর্মসূচি চলবে । জীবাণুনাশক স্প্রে কর্মসূচি চলার সময় দেশের বাসিন্দাদের নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেয় দেশটির সরকার । কেবল খাদ্য , মেডিসিনের প্রয়ােজন ছাড়া বাইরে বের হতে পারবে না ।

[৫] টেলিযােগাযােগ , পাবলিক মিডিয়া , হাসপাতাল কর্তৃপক্ষ , বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে । নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লােক ছাড়া বাইরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে ।

[৬] পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কর্মসূচি অব্যাহত থাকবে । মাস্ক পরিধান বাধ্যতামূলক রাখার পাশাপাশি পরিধান না করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়