শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা মোকাবেলায় ‘কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ’ হতে পারে অন্যতম মাধ্যম

প্রযুক্তি ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিপুল সংখ্যক মোবাইল ব্যবহারকারীর বাংলাদেশে কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ বা সংক্রমিত ব্যক্তি খুঁজে বের করার প্রযুক্তি হতে পারে অন্যতম মাধ্যম। এক্ষেত্রে ব্যবহারকারীর তথ্য পাচার বা প্রকাশ হওয়ার শঙ্কা থাকা সত্ত্বেও এমন অ্যাপ তৈরির পরিকল্পনা করেছে সরকার। তবে বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহারে তথ্যের সংবেদনশীলতা রক্ষা সম্ভব।

করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে প্রযুক্তির অন্যতম উপায় অ্যাপের মাধ্যমে কনট্যাক্ট ট্রেসিং বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা বিষয়ক তথ্যপ্রাপ্তি। মূলত ঘনবসতিপূর্ন দেশগুলোতে এই ধরণের অ্যাপ বেশ কার্যকর ভূমিকা রাখছে। কোভিড ফাইন্ডার নামে দেশেও তৈরি হয়েছে এমন একটি অ্যাপ।

তবে কনট্যাক্ট ট্রেসিং অ্যাপে তথ্য সংবেদনশীলতা এবং গ্রাহক বা ব্যবহারকারীর ওপর নজরদারির এক ধরনের সন্দেহ রয়েছে। এই বিষয়টি মাথায় রেখে ব্যক্তি উদ্যোগকে উৎসাহিত না করে সরকারই এ ধরনের একটি অ্যাপ দ্রুত বাস্তবায়নের পথে।

তবে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজির পোষ্ট ডক্টরাল রিসার্চ ফেলো ড. মো. ওয়াহিদুজ্জামানের মতে, আধুনিক প্রযুক্তির রয়েছে বিভিন্ন উপায়। যে উপায়ে অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে সেটি ব্যবহার করে অ্যাপ নির্মাণের পরিকল্পনা করতে হবে সংশ্লিষ্টদের।

সিঙ্গাপুরে এ ধরণের অ্যাপ উম্মুক্ত হওয়ার পরপরই ১০ লাখ বার ডাউনলোড হয়েছে। আর প্রতিবেশী দেশ ভারত একটি মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানের সফটওয়্যার দিয়ে ওই কোম্পানীর মোবাইল সেটগুলোতে স্বয়ংক্রিয়ভাবে এ ধরনের অ্যাপ চালুর কথা ভাবছে। সূত্র : চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়