শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের অভিযোগে হাইতির ফুটবল ফেডারেশনের প্রধানকে ৩ মাসের জন্য বরখাস্ত করলো ফিফা

স্পোর্টস ডেস্ক : [২] জাতীয় অনুশীলন সেন্টারে টিনএজ মেয়েদের ধর্ষণের অভিযোগে হাইতির ফুটবল ফেডারেশনের (এফএইচএফ) প্রধানকে ৯০ দিনের জন্য বরখাস্ত করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। এই সময়ে অভিযোগটি তদন্ত করে দেখা হবে।

[৩] হাইতির ফুটবল প্রধান ৭৩ বছর বয়সী ইয়েভস জিন-বার্টের বিরুদ্ধে অভিযোগ গত পাঁচ বছরে পোর্ট-অব প্রিন্সে বেশ কয়েকজন কম বয়সী নারী ফুটবলারকে ধর্ষণ করেছেন তিনি। যদিও বারবার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জিন-বার্ট।

[৪] সোমবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার কোড অব এথিকসের ৮৪ ও ৮৫ ধারা অনুযায়ী স্বাধীন তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এফএইচএফ এর প্রধানকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে ৯০ দিনের জন্য অস্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দ্রæতই এ নিষেধাজ্ঞা কার্যকরী হবে।

[৫] গত মাসে ধর্ষণের খবরটি প্রকাশিত হওয়ার পর অভিযোগটি নিয়ে তরেই মধ্যে তদন্তকাজ শুরু করেছে হাইতিয়ান পুলিশ। এ ব্যাপারে ফেডারেশনের কয়েকজন কর্মকর্তার বক্তব্যও গ্রহণ করেছে আদালত। বিষয়টি নিয়ে বেশ কয়েকজন তরুণীর বক্তব্যসহ একটি প্রতিবেদন ছাপে গার্ডিয়ান। তাতে বলা হয়, গত কয়েক বছরে জিন-বার্ট কম বয়সী অনেক খেলোয়াড়কে ধর্ষণ করেছেন জিন-বার্ট।

[৬] এসব তরুণীরা জানায়, তাদেরকে এ ব্যাপারে চুপ থাকার জন্য চাপ প্রয়োগ করা হয়। গার্ডিয়ানের ওই প্রতিবেদনে নাম প্রকাশ না করা শর্তে একজন ভুক্তভোগী জানান, জিন-বার্টের নৃশংসতার শিকার হয়ে কমপক্ষে দুজন খেলোয়াড়ের গর্ভপাতও করাতে হয়েছে। -ফিফা ওয়েবসাইট

[৭] জিন-বার্টকে বরখাস্ত করাটা ফিফার একটি ভালো সিদ্ধান্ত বলে জানিয়েছেন ন্যাশনাল নেটওয়ার্ক ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটসের প্রতিনিধি মারি-রসি অগাস্টে ডুকেনা।

[৮] জিন-বার্ট দুই দশক ধরে হাইতির ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সবশেষ ফেব্রুয়ারিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন তিনি। তবে ধর্ষণের বিষয়ে তার কোনো মন্তব্য নিতে পারেনি এএফপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়