কূটনৈতিক প্রতিবেদক : [২] ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ অফিস এ তথ্য জানিয়ে বলেছে, দ্রুতই এই অর্থ সহায়তা দেয়া হবে।
[৩] মানবিক এই সহায়তা স্বাস্থ্যকর্মীদের মহামারি থেকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করবে।
[৪] এর আগে ২০ মে বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় ৩৩৪ মিলিয়ন ইউরো সহায়তা দেয়ার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন।
[৫] করোনা ভাইরাস মোকাবিলায় নানাখাতে বিশেষ করে খাদ্য নিরাপত্তা, বেসরকারি খাত উন্নয়ন, স্বাস্থ্যখাতে সহযোগিতা করছে।
[৬] করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন খাতে এই ৩৩৪ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।
[৭] ইউরোপীয় ইউনিয়ন মনে করে করোনা ভাইরাসের কোনো সীমানা নেই।
[৮] সে কারণে বিশ্বজুড়ে এই ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ২০ বিলিয়ন ইউরোর তহবিল গঠন করেছে।
[৯] এই অর্থ দিয়ে ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের আর্থ-সামাজিক খাত স্থিতিশীলতার জন্য ব্যয় করা হবে।