শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২৬ মে, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্তুগালে লাফিয়ে বেড়েছে বেকারত্ব সুবিধার আবেদন

মুসা আহমেদ: [২] করোনা মহামারী বিস্তার রোধে ডাকা লকডাউনে ধসে যায় পর্তুগালের অর্থনীতি। চরম মহামন্দায় কর্মী ছাঁটাই করতে বাধ্য হয় দেশটির অধিকাংশ প্রতিষ্ঠান। দিনে দিনে ভারি হয় তরুণ কর্মহীনদের তালিকা। এরইমধ্যে এপ্রিলে দেশটিতে ৫২ শতাংশ তরুণ কর্মহীনরা বেকার সুবিধার আবেদন করে। রয়টার্স

[৩] সোমবার এসব তথ্য জানিয়েছে দেশটির তথ্য অধিদপ্তর। সংস্থাটি জানায়, গত মাসে প্রায় ২ লাখ মানুষ বেকার সুবিধার আবেদন করে। যা গেলো বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি এবং মার্চের তুলনায় যা ১৪ শতাংশ বেশি। এক্ষেত্রে ২৫ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের আবেদন বেড়েছে ৩৩ শতাংশ। অন্যদিকে, ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের আবেদন বেড়েছে ২০.৪ শতাংশ।

[৪] এ বিষয়ে দেশটির লিসবন শহরে চাকরি হারানো মারিয়ানা বলেন, করোনা মহামারীর প্রাদুর্ভাবের সময় আমাদের প্রতিষ্ঠান থেকে ১০০ জনের চাকরি চলে যায়। তবে প্রতিষ্ঠান থেকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। এতে এ সঙ্কটের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরেছে।

[৫] প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা পেলেও চাকরি হারানোয় কিছুটা হতাশায় ভুগছেন মারিয়ানা। তিনি বলেন, করোনার মত এমন পরিস্থিতিতে চাকরি হারানোয় হতাশ লাগছে। তবে নতুন কোন চাকরি পেলে এ হতাশা কেটে যাবে।

[৬] এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী মারিয়ো সেন্টিনো বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। এরইমধ্যে কমতে শুরু করেছে বেকারত্ব। বছরের প্রথম প্রান্তিকে ৬.৭ শতাংশ হলেও বছর শেষে অন্তত ১০ শতাংশ বেকারত্ব থেকে যাবে।

[৭] দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৮৮ জন। মারা গেছেন ১ হাজার ৩৩০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়