শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমা‌ন্তে এন‌জিও কর্মী‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা, আটক-২

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : [২] উপজেলায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক এনজিও কর্মীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ঈ‌দের সকালে উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এক‌টি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

[৩] নিহত সাইফুল ইসলাম উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের আব্দার হোসেনের ছেলে ও এনজিও ব্র্যাকের চাঁপাইনবাবগঞ্জ শাখার মাঠ কর্মী।

[৪] নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল (২৪ মে) রবিবার বিকালে ঈদের বাজারের জন্য মাংস কিনতে বাড়ি থেকে বের হয় সাইফুল। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে রাতেই প‌রিবা‌রেন লোকজন বিষয়টি পুলিশকে জানায়।

[৫] পরদিন সোমবার (২৫ মে) ঈ‌দের সকালে পার্শ্ববর্তী কুতুবপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি বাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় কৃষকরা।

[৬] সংবাদ পে‌য়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুলের মরদেহ দুপু‌রে উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নি‌য়ে‌ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

অন্যদিকে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল ও দামুড়হুদা ম‌ডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুল ইসলামের গলায় রক্ত জমাট বাঁধার লাল দাগ আছে। মর‌দেহ উদ্ধারের সময় নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টের পর প্রকৃত রহস্য উদঘাটন হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়