শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় সৌদি আরবেই মারা গেছেন ১৩৯ বাংলাদেশি!

কূটনৈতিক প্রতিবেদক : [২]  সৌদি আরবে রোববার পর্যন্ত ১৩৯ জন মারা যান। সংক্রমণের শিকার হয়েছেন প্রায় আট হাজারেরও বেশি বাংলাদেশি।
[৩] এছাড়া প্রথম সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে ২৫৮ ও  দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাজ্যে ২০০ জন বাংলাদেশি মারা গেছেন।
[৪] সৌদি আরবে করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে অন্তত ৩০ শতাংশই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
[৫] পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের তথ্য মতে এদের মধ্যে মদিনায় সবচেয়ে বেশি এবং দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেেন মক্কা ও জেদ্দায়।
[৬] রাষ্ট্রদূত গোলাম মসিহ জানিয়েছেন, সৌদিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।
[৭] পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেল বলছে, সৌদি সরকার এখন আর করোনা আক্রান্ত বিদেশিদের নাগরিকত্ব প্রকাশ করছেন না। গত এক সপ্তাহ ধরে কোনো হিসাবই দিচ্ছে না।
[৮] করোনা আক্রান্তদের মৃত্যুর হারে বাংলাদেশি এগিয়ে থাকা নিয়ে সংশয় পিছু ছাড়ছে না। আরও অন্তত শতাধিক  বাংলাদেশির অবস্থা সংকটাপন্ন।
[৯] এদিকে দেশটিতে ২৩ মার্চ থেকে কারফিউ চলমান থাকায় অনেকে প্রবাসী সেখানে আর্থিক সংকটে রয়েছেন।
[১০] সংকটে থাকা সৌদি আরবে প্রায় ৪ হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা দিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
[১১] জেদ্দা কনস্যুলেটের আওতায় আরও প্রায় দুই হাজার অভিবাসীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
[১২] দূতাবাস ও কনস্যুলেটের অধীনে অভিবাসীদের জন্য এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চিকিৎসা সেবায় 'প্রবাস বন্ধু' হটলাইন চালু রয়েছে।
[১৩] রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশিদের চাকরি না হারানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়