শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০ বছরের মধ্যে এই প্রথম বিশ্বে মানব উন্নয়ন কমছে জাতিসংঘের সতর্কতা

রাশিদ রিয়াজ : [২] জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সতর্ক করে বলছে মানব উন্নয়নে মৌলিক ক্ষেত্রেই সংকট শুরু হতে যাচ্ছে এবং সারাবিশ্বে জীবন যাত্রার ক্ষেত্রে তা অচিরেই স্পষ্ট হয়ে উঠবে। আরটি

[৩] সম্মিলিত উদ্যোগ নিতে না পারলে বিশ্বে শিক্ষা, স্বাস্থ্য ও জীবন যাত্রার মান স্থবির হয়ে যাবে এবং এসব উন্নয়ন সূচক পড়তে থাকবে যা ১৯৯০ সালের পর ধারাবাহিকভাবে উর্ধ্বমূখী ছিল।

[৪] এবছর বিশ্বে মাথা পিছু আয় কমে যাবে ৪ শতাংশ। এর আগে বিশ্ব ব্যাংক জানিয়েছে ৬ কোটি মানুষ বিশ্বে চরম দারিদ্রসীমায় নেমে যাবে।

[৫] ইউএনডিপির এ প্রতিবেদনে আরো বলা হয় আইএলও আশঙ্কা করছে বিশ্বের অর্ধেক কর্মক্ষম মানুষ আগামী কয়েক মাসের মধ্যে তাদের কাজ হারাবে। করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতি দাঁড়াবে ১০ ট্রিলিয়ন ডলার। সরাসরি কোনো কর্মসূচি না থাকায় সাড়ে ২৬ কোটি মানুষ ক্ষুধার্ত ও খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

[৬] ইউএনডিপি’র প্রশাসক অচিম স্টেইনার বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগ ছাড়া করোনাভাইরাসজনিত এ গভীর সংকট মোকাবেলা করা সম্ভব হবে না। তিনি বলেন, গত দুই দশকে আমরা যে বিশাল বিপর্যয়ের ঝুঁকি নিয়েছি তা এখন আমাদের জীবন থেকে মর্যাদা, অধিকার ও সুযোগ কেড়ে নিতে চাচ্ছে। স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বলেও তিনি জানান।

[৭] স্টেইনার আরো বলেন, গত ৩০ বছরে মহামন্দা ছাড়াও বিশ্ব অনেক যুদ্ধ ও সংকট দেখেছে তারপরও ধারাবাহিকভাবে মানব উন্নয়ন সূচক ইতিবাচক পরিবর্তন ঘটেছে। কিন্তু করোনা এবার সবকিছুকে ছাপিয়ে স্বাস্থ্য, শিক্ষা ও আয়ের পথ একসঙ্গে আগলে বসে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়