শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যস্ততায় ঈদ পার করছেন না’গঞ্জের স্বাস্থ্যকর্মীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: [২] সোমবার (২৫ মে) ঈদের দিন সকাল থেকেই দায়িত্ব পালনে ব্যস্ততা শুরু হয় স্বাস্থ্যকর্মীদের। সকাল থেকেই জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা করোনা হাসপাতাল, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়মিত কার্যক্রম চালু রাখে। প্রতিবছর পরিবার-পরিজন নিয়ে ঈদ পালন করলেও এবার কর্মস্থলেই তাদের ঈদ পালিত হচ্ছে। এরমধ্যে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় কাজ করা স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন ধরেই পরিবার থেকে দূরে রয়েছেন। ঈদের দিনেও তারা আইসোলেট থেকে আক্রান্তদের সেবায় কাজ করে যাচ্ছেন।

[৩] জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, তিন মাস ধরে জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মী দিন নেই রাত নেই অমানুষিক পরিশ্রম করে যাচ্ছেন। এদের না আছে কোনো শুক্রবার না আছে শনিবার। প্রতিটি দিন দেশের সব স্বাস্থ্যকর্মীরা এভাবে কাজ করে যাচ্ছেন। এবারের ঈদটা আসলে স্বাস্থ্যকর্মীরা দেশের জন্য উৎসর্গ করেছেন। তারা সবকিছুর ঊর্ধ্বে নিজেদের দায়িত্ববোধকে ও দেশকে প্রাধান্য দিচ্ছেন।

[৪] তিনি বলেন, সবাই যে যেখানে আছেন সে সেখানেই ঈদ উদযাপন করছেন। ঈদেও নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ নিজেদের কার্যক্রম চালু রেখেছে। স্যাম্পল কালেকশান, আক্রান্তদের সেবা দেওয়াসহ ল্যাবও চালু আছে। শুধু বাড়ি বাড়ি গিয়ে ঈদের দিন স্যাম্পল কালেকশন হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়