শিরোনাম

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ২৫ মে, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : মহামারি করোনাইভাইরাসের কারণে মসজিদে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন। প্রথম জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। নামাজ আদায় শেষে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় মহার রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা হয়। ঈদুল ফিতরের প্রথম জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। রাইজিং বিডি, ইত্তেফাক

সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন  জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

নামাজ শুরুর আগে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। এর আগে সকাল ৬টায় মুসল্লিদের মসজিদে প্রবেশের জন্য গেইট খুলে দেওয়া হয়। এরপর থেকে মুসল্লিরা মসজিদে প্রবেশ শুরু করেন। মসজিদে হাত ধোয়া, জীবাণুনাশক কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে।

বায়তুল মোকাররমে ঈদের আরও তিনটি জামাত যথাক্রমে ৯টা,  ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

তৃতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। সর্শেবষ ও পঞ্চম জামাতে ইমামিত করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।

নামাজ শেষে কাউকেই দেখা যায়নি হাত মেলানো বা কোলাকুলি করতে। ফলে অনেকই একটু কষ্ট মনে নিয়েই ফিরেছেন ঘরে।মুসল্লিরা জানিয়েছেন, ঈদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই। তবে নিজেদের নিরাপত্তার স্বার্থেই এবার তারা বিরত থাকছেন সেসব থেকে।

গ্রন্থনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়