শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনে কারফিউ জারি করা উচিত : ডাক্তার আব্দুল্লাহ

প্রিয়াংকা আচার্য্য : [২] সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈদ উপলক্ষে প্রতিদিন ঢাকা ছেড়েছে হাজার হাজার মানুষ। পায়ে হেঁটে, ব্যাক্তিগত গাড়িতে যে যেভাবে পেরেছে প্রিয়জনের সান্নিধ্য পেতে ঢাকা ছেড়েছে।

[৩] এদিকে প্রতিদিন সংক্রমণের হার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, সংক্রমণের পিক মে মাসের শেষে বা জুনের প্রথম সপ্তাহে হতে পারে। এর মধ্যে ঈদকে ঘিরে ঢাকা ত্যাগ সারাদেশ জুড়ে সংক্রমণের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

[৪] প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ বি এম আব্দুল্লাহ বলেন, দেশের অনেক স্থান কোভিড-১৯ সংক্রমণের বাইরে ছিলো। কিন্তু যে হারে মানুষ রাজধানী ছেড়ে দেশের আনাচে-কানাচে পৌঁছে গেছে, তাতে সংক্রমণের হার ভয়াবহ পর্যায়ে যেতে পারে। ফলে দেশ বড় রকমের ঝুঁকিতে পড়তে যাচ্ছে।

[৫] চলমান পরিস্থিতি বিবেচনায় ঈদের পর লকডাউন আরও কঠোর করার পক্ষে মত দিয়ে তিনি বলেন, আমরা সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতি বুঝতে পারবো। দেশে সংক্রমণ প্রতিদিন বাড়ছে। সেক্ষেত্রে সামনে জনসাধারণের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে।

[৬] তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও সংক্রমণের শিকার হয়েছেন। মারা গেছেন অনেকেই। সংক্রমণ আরও বাড়লে তারা যদি রোগী হয়ে যায় পরিস্থিতি সামাল দিবে কে?

[৭] তাছাড়া রোগী বাড়লে হাসপাতালে বেড দেয়া সম্ভব হবে না। আইসিইউ’র সংখ্যাও কম। আরো অনেক সীমাবদ্ধতাতো রয়েছেই। সূত্র : বাংলাভিশন, সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়