শিরোনাম

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেমডেসিভির ক্রিটিক্যাল রোগির জন্য, সাধারণ রোগিরা ব্যবহার করতে পারবে না

লাইজুল ইসলাম : [২] সরকারের অনুমোদন সাপেক্ষে দুটি প্রতিষ্ঠান ইতমধ্যে তৈরি করেছে রেমডেসিভির। বেশ কয়েকটি প্রতিষ্ঠান খুব শিগগিরি প্রস্তুত করবে বলে জানা গেছে। রেমডেসিভি ওষুধটি সারা বিশে^ ব্যবহৃত হচ্ছে ক্রিটিক্যাল করোনা রোগিদের চিকিৎসায়। উপকার পাওয়ায় বাংলাদেশ সরকার এটিকে তৈরির অনুমতি দেয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে।

[৩] এখন প্রশ্ন হচ্ছে এই ওষুধ কারা ব্যবহার করতে পারবে বাংলাদেশে। কিভাবে এই ওষুধ পাবে রোগিরা?

[৪] এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ ডা. নাসিমা সুলাতানা বলেন, কোনো ভাবেই এই ওষুধ বাসায় থাকা রোগিরা ব্যবহার করতে পারবে না। কারণ এই ওষুধ শুধু মাত্র ক্রিটিক্যাল রোগির জন্য। তাছাড়া, এই ওষুধ বাজারে বিক্রি করার জন্য অনুমোদ দেয়া হয়নি।

[৫] ডা. নাসিমা সুলতানা বলেন, প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ পাওয়া যাবে না। তাও অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা। এমনকি করোনা রোগিদের নির্ধারিত হাসপাতালের চিকিৎসক হতে হবে।

[৬] কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল সিডিসির ডিরেক্টর ডা. শাহনিলা ফেরদৌসি বলেন, রেমডেসিভির শুধু মাত্র অনুমোদিত হাসপাতালেই সরবরাহ করবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এই ওষুধ সবার জন্য ছেড়ে দিলে হবে না। এটার দামও অনেক বেশি। তাছাড়া, এই ওষুধ সবার জন্য নয়। শুধু মাত্র নির্দিষ্ট কিছু রোগির জন্য।

[৭] ডা. শাহনিলা বলেন, এটি সবাই দিতেও পারবে না। এর ব্যবহারের জন্য বেশ কিছু পরীক্ষা নিরিক্ষার প্রয়োজন আছে। প্রয়োগের বিষয়ে বেশ কিছু নির্দেশনা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়