শিরোনাম

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ মুহূর্তের কেনাকাটায় কাঁচাবাজারের তুলনায় ভীড় বেশি ছিল সুপারশপে

প্রিয়াংকা : [২] ঈদের আর মাত্র বাকি কয়েক ঘণ্টা। আগে চাঁদরাতে সারারাত ধরে চলতো বিকিকিনি। আজ সেগুলো ফাঁকা।

[৩] কাঁচাবাজারগুলোতে আজ অন্যান্যবারের তুলনায় বিক্রি ছিল কম। সে তুলনায় ভীড় ছিল সুপারশপগুলোতে। রাজধানীর বেশ কয়েকটি স্থানে দেখা গেছে এমন চিত্র।

[৪] সংশ্লিষ্টরা বলছেন, সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা হয় না কাঁচাবাজারগুলোতে। তাই সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় অনেকেই কাঁচা বাজারে আসতে চান না।

[৫] বিপরীত চিত্র সুপারশপে। মানসম্মত পণ্যের নির্ধারিত দামের পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্ন থাকায় ক্রেতারা স্বস্তি পান সেখানে। তাই পা ফেলার জায়গা ছিল না সুপারশপগুলোতে।

[৬] বিক্রয়কর্মীরা জানান, অনেকগুলো পণ্যে ছাড়সহ অফার দেয়া হয়েছে। আর চেষ্টা করা হয় স্বাস্থ্যবিধি মেনে বিক্রি করার।

[৭] তবে বিক্রি বেশি হলেও ঈদকে ঘিরে অন্যান্য বারের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ কম বিক্রি হয়েছে সুপারশপগুলোতে।

[৮] উল্লেখ্য, দুর্যোগকালীন পরিস্থিতিতে লক ডাউন শুরু হওয়ার পর এলাকার অনেক দোকানপাট ও বাজার বন্ধ থাকায় নিত্যপণ্য ক্রয়ের জন্য যারা আগে সুপারশপে যেত না তাদেরও সেখান থেকে জিনিষ কিনতে দেখা গেছে। সূত্র : একাত্তর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়