শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬০০ মিলিয়ন পাউন্ডের করোনা লটারি ছাড়ছে ব্রিটেন

রাশিদ রিয়াজ : [২] ব্রিটেনের জাতীয় লটারি থেকে আয় এবার করোনাভাইরাস তহবিলে ব্যবহৃত হবে। লকডাউনে থাকলেও ব্রিটিশ নাগরিকরা এখন লটারি কিনেও করোনা প্রতিরোধে আর্থিকভাবে অংশ নিতে পারবেন। স্টার ইউকে

[৩] আগামী কয়েকমাস ধরে এ লটারি বিতরণ করা হবে এবং করোনা প্রতিরোধ কর্মসূচিতে অর্জিত অর্থ ব্যয় করা হবে।

[৪] লটারি কর্তৃপক্ষ আরো ৪০ হাজার পাউন্ড সহায়তা পেয়েছে যা প্রত্যন্ত অঞ্চলে লকডাউনে থাকা মানুষের সাহায্যে ব্যয় করা হবে।

[৫] এছাড়া মার্থার টিডফিল টিন কম্যুনিটি হাব আরো ২১ হাজার পাউন্ড ব্রিটেনের জাতীয় লটারি কর্তৃপক্ষকে দিয়েছে। বয়স্ক মানুষকে সহায়তা ছাড়াও তাদের খাবার ক্রয় ও বিভিন্ন অস্বচ্ছল পরিবারকে এ অর্থ দান করা হবে।

[৬] ৮৩ বছরের ক্রিস মার্ফি যিনি একাকি বাস করেন তিনি জানান লটারি কর্তৃপক্ষ তার নিয়মিত খোঁজ খবর নেয়। বন্ধুদের সঙ্গে যোগাযোগে সাহায্য করে। ৭৫ বছরের জিয়ান জোন্স বলেন বিভিন্ন ইভেন্টের মাধ্যমে লটারি কর্তৃপক্ষ আমাদের একে অপরের সঙ্গে দেখা করার এক বিরাট সুযোগ সৃষ্টি করে।

[৭] ব্রিটেনের ডিজিটাল, কালচার, মিডিয়া ও স্পোর্টস মন্ত্রী অলিভার ডোডেন জানান, ১৯৯৪ সালে যাত্রা শুরু করার পর লটারি কর্তৃপক্ষ এ পর্যন্ত ৪০ বিলিয়ন পাউন্ডের বেশি খাদ্য সহায়তা দিয়েছে। করোনার এই সংকটকে মানুষকে কিভাবে চাঙ্গা রাখা যায় সেদিকেও খেয়াল রাখছে এর আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়