শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরানন্দ ঈদ হলেও আসুক সুদিন

ইসমাঈল আযহার: [২] রাত পোহালেই কাল ঈদুল ফিতর। মুসলিমদের বড় উৎসবের একটি এই ঈদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পাশাপাশি মুসলিমরা অপেক্ষায় থাকে উৎসবের। প্রতি বছর ঈদের উৎসব ঘিরে শহরের কর্মজীবী মানুষেরা গ্রামে ফেরে। পরিবারের সঙ্গে ভাগাভাগি করে ঈদের আনন্দ উপভোগ করেন।

[৩] সারা রাত আড্ডা ও হইহুল্লড় করে ফজরের নামাজের পর থেকে শুরু হবে প্রস্তুতি। গোসল করে নানা রঙের নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি-পাজামা পরিধান করে ঈদের নামাজ আদায়, নামাজ শেষে কোলাকুলি, সেমাই-ফিরনিতে মিষ্টিমুখ করা, পরিবার ও শৈশবের বন্ধুদের সঙ্গে আড্ডায় জমে ওঠে ঈদের আনন্দ। দীর্ঘ বিরতির পর মা-বাবা, ভাই-বোন, আপনজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে সুন্দর সময় কাটাতে অপেক্ষার প্রহর গোণে সব শ্রেণি-পেশার মানুষ।

[৪] এবার করোনাভাইরাসের কারণে ঈদ আনন্দের সেই চিরচেনা রূপ আর নিয়ম ভেস্তে গেলো। শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের মুসলিমরাই এবার অন্য রকম এক ঈদ উপভোগ করবে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ পড়া হবে না, কোলাকুলি করাও হবে না। হবে না বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা মারা আর হইহুল্লড় করে ঘুরে বেড়ানো।

[৫] একটি ক্ষুদ্র ভাইরাস মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে পণ্ড করে দিতে চলেছে। মাটি হতে চলেছে ঈদুল ফিতরের পবিত্র উৎসব। ভাইরাসটি ১৯০ কোটি মানুষের ঈদ আনন্দ ফিকে করে তুলেছে। আমাদের ঈদের সব পরিকল্পনা ভেস্তে গেলেও, সব আনন্দ মাটি হলেও প্রত্যাশা থাকবে আবার ফিরে আসুক সুদিন। করোনাকে জয় করে অবসান ঘটুক দুর্বিষহ জীবনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়