শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউ ইয়র্ক টাইমস পত্রিকার প্রথম পাতার পুরোটাই করোনায় মৃতদের নাম

আক্তারুজ্জামান : [২] করোনার আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি লাশের সংখ্যাও গুনেছে দেশটি। করোনা রোগী শনাক্তের সংখ্যাও হু হু বাড়ছে। ১৬ লাখেরও বেশি শনাক্ত হয়েছে। আর মৃত্যুর সংখ্যা লাখ ছুঁতে গেলো।

[৩] শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় ট্রাম্পের দেশে মারা গেছে ১ হাজার ১২৪ জন। দেশটির এ ভয়াবহতার চিত্র তুলে ধরতে প্রভাবশালী সংবাদপত্র ‘নিউইয়র্ক টাইমস’ রোববারের প্রথম পাতায় মৃত ১ হাজার জনের নাম প্রকাশ করেছে। খবর : গার্ডিয়ান, সিএনএন, বিবিসি।

[৪] মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদন এবং বিভিন্ন চিত্রে দেখা গেছে,  প্রথম পাতায় কোনো ছবি, আর্টিকেল, বিজ্ঞাপন বা অন্য কিছুই ছাপা হয়নি। কেবল আছে মৃতদের নাম। প্রথম পাতা ছাড়াও ভেতরের তিনটি পাতায় ছাপা হয়েছে মৃতদের নাম।

[৫]  নিউইয়র্ক টাইমস’র ব্যক্তিক্রমী এমন উদ্যোগ অবাক করেছে সবাইকে। টাইমস ইনসাইডার পত্রিকার সহকারী গ্রাফিক্স সম্পাদক সিমোন ল্যান্ডন বলেন, আমরা প্রতিদিন করোনায় মৃতদের নাম-পরিচয় প্রকাশ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। ল্যান্ডন প্রতিদিন করোনায় মৃতদের নাম, পরিচয় ও তাদের একটি  বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। যেমন- মাইক টেড , ৭৮, নিউ ইয়র্ক, মুগ্ধ করা হাসি।

[৬] পত্রিকার প্রধান ক্রিয়েটিভ অফিসার টম বোডকিন বলেন, আমি আমার ৪০ বছর কর্মজীবনে নিউইয়র্ক টাইমস’র প্রথম পাতা কোনো ছবি ছাড়া প্রকাশ হতে দেখিনি। আজকের ঘটনা আমাকে অবাক করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়