শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইয়ে আতঙ্ক, আগামী ৬ মাসে ৭০ শতাংশ কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা

রাশিদ রিয়াজ : দুবাই চেম্বার অব কমার্স এক জরিপে এধরনের তথ্য দিয়ে বলছে করোনার কারণে অর্থনৈতিক কর্মকান্ড ও চাহিদা ব্যাপক হ্রাস পাওয়ায় আগামী ৬ মাসে এসব কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে ফেলবে। মিডিল ইস্ট মনিটর

[২] জরিপে উত্তরদাতা হিসেবে অংশ নেন বিভিন্ন খাতে কর্মরত ১২’শ ২৮ জন নির্বাহী পরিচালক। জরিপটি পরিচালনা করা হয় গত ১৬ থেকে ২২ এপ্রিল এবং ওই সময় লকডাউন পুরোপুরি কার্যকর ছিল।

[৩] দুই-তৃতীয়াংশেরও বেশি উত্তরদাতা বলেছেন আগামী ৬ মাসে কোম্পানিগুলোর বাজার ছাড়ার খুব বেশি আশঙ্কা রয়েছে। ২৭ শতাংশ উত্তরদাতা বলছেন তারা আগামী মাসেই ব্যবসা হারাবেন এবং ৪৩ শতাংশের মত হচ্ছে ৬ মাসের মধ্যে পরিস্থিতির উন্নয়ন না হলে তাদের কার্যক্রম স্থগিত হয়ে যাবে।

[৪] উপসাগরীয় অর্থনীতির দেশগুলোর মধ্যে আমিরাতে দুবাই সর্বনিম্ন তেল নির্ভর এবং সর্বাধিক বৈচিত্রময় এলাকা যা আন্তর্জাতিকমানের আতিথেয়তা, পর্যটন, বিনোদন, রসদ, রিয়েল এস্টেট এবং খুচরা ব্যবসা বাণিজ্যের কে মিলন কেন্দ্র।

[৫] জরিপে দেখা যাচ্ছে দুবাইয়ের অর্ধেক আন্তর্জাতিকমানের হোটেল, রেস্টুরেন্ট পর্যটকের অভাবে আগামী মাসে বন্ধ হয়ে যাচ্ছে। ৭৪ শতাংশ ট্রাভেল এন্ড ট্যুরিজম এজেন্সি এবং ৩০ শতাংশ ট্রান্সপোট এন্ড স্টোরেজ কোম্পনি তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে একই সময়ে।

[৬] দুবাই চেম্বারের ‘ইমপ্যাক্ট অব কোভিড-নাইনটিন অন দুবাই বিজনেস কম্যুনিটি’ প্রতিবেদনে দেখা যায় ২০০৮সালের মহামন্দার সময় দুবাইতে এধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। নগরের দোকানপাট, শপিং মল থেকে শুরু করে বিনোদন কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে পড়ায় শহরটি ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে।

[৭] দুবাইতে গত এপ্রিলে ২ লাখ ৪৫ হাজার কোম্পানি সক্রিয় ছিল। কিন্তু তারা এখন দীর্ঘমেয়াদী বন্ধে চলে গেছে। চেম্বারের এক মুখপাত্র বলেন করোনা পরিস্থিতির উন্নতি ছাড়া অবস্থার কোনো পরিবর্তন আশা করা যায় না। এপর্যন্ত আমিরাতে ২৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২৩৩ জন মারা গেছে।

[৮] দুবাইয়ের অর্থনীতি গতবছর ১.৯৪ শতাংশ বৃদ্ধি পায়। দশ বছর আগে বিশ্বব্যাপী মন্দা দুবাইকে তার ধনী ও আরো রক্ষণশীল প্রতিবেশি আবুধাবি থেকে ২০ মিলিয়ন ডলার উদ্ধার সহায়তা নিতে বাধ্য করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়