লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন লক্ষ্মীপুরের ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ। ৪১ বছর ধরে এভাবেই তারা ঈদ উদযাপন করে আসছে।
[৩] আজ রোববার সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম খান।
[৪] স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ রোববার ঈদ আনন্দে মেতে উঠছেন। তারা পৃথকভাবে ঈদের নামাজও আদায় করেন। সম্পাদনা : জেরিন আহমদ