শিরোনাম

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদে ফ্যাশন হাউজের বিক্রি কমেছে ৮০%

প্রিয়াংকা : [২] কোভিড-১৯ প্রাদুর্ভাবে ধস নেমেছে অর্থনীতিতে। অধিকাংশ কর্মকাণ্ডই বন্ধ রয়েছে। ঈদকে সামনে রেখে লক ডাউন কিছুটা শিথিল হওয়ায় দোকানপাট ও শপিংমল খুলে দেয়া হয়েছে। কিন্তু তেমন বিক্রি নেই বলে জানালেন ব্যবসায়ীরা।

[৩] দেশে এখন প্রায় শ’খানে ফ্যাশন ব্র্যান্ড আছে। এবার ঈদের ভরা মৌসুমে বিক্রি না হওয়ায় হাজার হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা খুবই কম। করোনা আতঙ্কে বের হচ্ছেন না তারা।

[৪] বড় বড় ফ্যাশন হাউজগুলো জানায়, স্বাস্থ্যবিধি মেনে পর্যাপ্ত ব্যবস্থা নিলেও ক্রেতাদের দেখা পাওয়া যাচ্ছে না।

[৫] ইতিমধ্যে করোনা আক্রমনের আগেই তারা ঈদের বাজার ধরতে বিনিয়োগ করে ফেলেছেন মোটা অংকের টাকা।

[৬] ফ্যাশন হাউজগুলোর ভাড়া, শ্রমিকদের বেতন, ট্যাক্স ইত্যাদি বিষয়ে কোন দিকনির্দেশনা পেলে হয়তো এ সংকট কাটিয়ে তারা সামনের বছর তা কাটিয়ে ওঠার আশা অনেক ব্যবসায়ীর।

[৭] অর্থনীতবিদরা জানাচ্ছেন, অন্যান্য খাতের মতো দেশের ফ্যাশন খাতও এবার চরম ক্ষতির সম্মূখীন হতে যাচ্ছে।

[৮] সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন, পাশর্^বর্তী দেশগুলোর পণ্য প্রচুর বিক্রি হচ্ছে। আমাদের ফ্যাশন হাউজগুলো এ পরিস্থিতিতে সমস্যায় পরেছে। তারা অনলাইনে বিক্রির মাধ্যমে বিক্রি বাড়ানোর চেষ্টা করতে পারে। আগামী দিনের জন্যও এ প্রবণতা চলমান রাখা উচিত। সূত্র : একাত্তর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়