শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরায় অসহায় মানুষের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন

রক্সী খান : [২] মাগুরায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।শনিবার বিকালে শহরের চৌরঙ্গী মোড়ে বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের উদ্যোগে,সাকিব-আল-হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে ২শত অসচ্ছল, হতদরিদ্র দের মাঝে ইফতার বিতরণ করা হয়।

[৩] ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ বারিক আনজাম বারকি এবং ব্যবস্থাপনায় ছিলেন বিভিন্ন খেলোয়াড়রা।

[৪] সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, করোনা পরিস্থিতিতে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব ও অস্বচ্ছল মানুষের মাঝে ইফতার বিতারণ করা হলো, তিনি আরো বলেন, সাকিব আল হাসান ফাউন্ডেশন সব সময় গরিব অসহায়দের পাশে আছে এবং আগামীতেও থাকবে।এ দিকে ক্রীয়া সংগঠক সৈয়দ বারিক আনজাম বারকি বলেন, করোনা পরিস্থিতিতে সাকিব-আল-হাসান ফাউন্ডেশন শুরু থেকেই অসহায় গরীব ও অসচ্ছল মানুষের পাশে আছে,এর আগে সাকিব আল হাসান ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাতের আধারে মানুষের দ্বারে দ্বারে খাদ্য পৌছিয়ে দিয়ে এসেছি এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে থাকবেন,তিনি আরো বলেল সাকিব-আল-হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের সেবায় কাজ করতে পেরে আমি অত্যন্ত খুশি,অসহায় মানুষ যখন খাদ্য সামগ্রী হাতে পেয়ে সাকিবের জন্য দোয়া করে তখন গর্বে বুকটা ভরে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়