শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ২৪ মে, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]খাসোগজির হত্যকারীদের ছেড়ে দেয়ার প্রয়াস করছে সৌদি আরব, বললেন জাতিসংঘ তদন্ত কর্মকর্তা

লিহান লিমা : [২] জাতিসংঘের তদন্ত কর্মকর্তা এগনেস ক্যালামার্ড বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকারীদের ক্ষমা করে দেয়া তাদের ছেড়ে দেয়ারই প্রয়াস। এর আগে খাসোগজির সন্তানদের মধ্যে একজন টুইটারে বাবার হত্যাকারীদের ক্ষমা করে দেয়ার ঘোষণা দেন। দ্য নিউ ইয়র্ক টাইমস।

[৩]এই বিশেষ তদন্ত কর্মকর্তা আরো বলেন, ২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে জামাল খাসোগজির হত্যা সৌদি রাষ্ট্র কর্তৃক বিচারবর্হিভূত হত্যাকাণ্ড। শুক্রবার সৌদিআরবের শরীয়া আইনুযায়ী এই হত্যার ক্ষমার ঘোষণা হত্যাকারীদের ছেড়ে দেয়ারই প্রথম পদক্ষেপ। গত ২০ মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায় এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার ও শাস্তির প্রতিক্ষা করে রয়েছে।

[৪]খাসোগজির বাগদত্তা হেতিজা চেঙ্গিস বলেছেন, খাসোগজিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর ক্ষমা করার অধিকার কারো নেই।

[৫]গত ডিসেম্বরে রিয়াদের গোপন বিচারালয়ে সৌদি কর্তৃপক্ষ ৫ জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে কারাদণ্ড দিয়েছে অন্যদের ছেড়ে দেয়া হয়েছে।

[৬]তুরস্কের তদন্তকারী দল, সিআইএ ও জাতিসংঘের তদন্তকারীদল এক প্রতিবেদনে এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সৌদি কর্তৃপক্ষকে দায়ী করে। তবে সৌদি কর্তৃপক্ষ এই হত্যকাণ্ডের দায় অস্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়