শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ব্রাজিলে স্বল্পমেয়াদি ঋণপত্র বিক্রির রেকর্ড

মুসা আহমেদ: [২] করোনা মহামারিতে অর্থনীতিতে বড় ধসের পর আশা দেখছে ব্রাজিল। বৃহস্পতিবার ৩.২ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদি ঋণপত্র বিক্রি করেছে দেশটি। এখন পর্যন্ত একদিনে বছরের সেরা রেকর্ড এটি। শুক্রবার বিষয়টি জানিয়েছেন দেশটির সরকারি কোষাগার সচিব মানসুয়েতো আলমাইদা। রয়টার্স

[৩] তিনি বলেন, করোনা মহামারির মধ্যে বছরের এটি বড় রেকর্ড। বৈশ্বিক মহামারি মোকবেলায় সার্বিক ব্যয় মেটাতে ঋণপত্র ইস্যু করা হয়েছে, যার মেয়াদ উত্তীর্ণ হবে চার বছর পরে। অধিকাংশ ৬ মাসের সিকিউরিটি বিক্রি হয়েছে ২.৫৮ শতাংশ হারে। তবে ৬ মাস মেয়াদি এলএফটির হার কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মান অনুযায়ী বর্তমানে ৩ শতাংশ।

[৪] আলমাইদা বলেন, আমরা বেশি করে স্বল্পমেয়াদি ঋণপত্র বিক্রি করে যাচ্ছি। কারণ এ সঙ্কটময় মুহুর্তে পেনসন ফান্ড থেকে ১০ বছর মেয়াদি ঋণপত্র বিক্রি করা সম্ভব হচ্ছে না। সেই সঙ্গে বিদেশি বিনিয়োগেরও সঙ্কট চলছে। কম সময়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে স্বল্পমেয়াদি ঋণ একটা সরকারি কৌশল।

[৫] করোনা মোকাবেলা অর্থ ছাপানোর বিষয়ে তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে ব্রাজিল অন্যান্য উন্নত দেশের মত নয়। যদি বিনিয়োগ একেবারে শূন্যে নেমে যায়, তখন নতুন অর্থমুদ্রনের বিষয়ে ভাবা হবে। অর্থ ছাপিয়ে ঘাটতি বাজেট মিটানোর পদ্ধতিটা ব্রাজিলে কাজে আসে না। এ পদ্ধতি হাতে নিলে দেশ বিপদে পড়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়