শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ যতোদিন বাঁচুক, বীরের মতো বাঁচুক, মরার আগে না মরুক

গোলাম সারোয়ার : কিছু লোক আছে, বিপদ আসলে, তাদের জুমজাম লাগে। কী যে আনন্দ তখন তাদের। আমার এক বন্ধুও আছে এমন। দেশের বিপদ দেখলে তার সে কি উত্তুঙ্গ আনন্দ। একদম বিহারীর মতো। ২০ মে সেরকম তারা আনন্দে ছিলো, আম্ফান আমাদের খাইয়া দেবে। না, এবারো আমরা বেঁচে গেছি। তাদের আজ আবার মন খারাপ। সুনসান নিরবতা। যেন স্বয়ং তাদের ফেভারিট দল সাত গোল খাইছে। এরা প্রতিদিন আশা ধরে থাকে।

 

করোনায় দুই আড়াই হাজার লাশ ফেলবে প্রতিদিন। কিন্তু লাদেনের ভিডিও বার্তার মতো আমাদের সিডিসির আড়াইটার ভিড়িও বার্তার পর এদের মনে হতাশা ধরে। আক্ষেপ করে কেউ কেউ বলেন, শালারা প্রতিদিন বিশ আর একুশের নামতা পড়ে। নিশ্চয়ই লাশ লুকোচ্ছে। ‘র’ সব লাশ নিয়ে যাচ্ছে। পুড়িয়ে উড়িয়ে দিচ্ছে। আচ্ছা, মানুষ এমন কেন? বিপদ কি খালি আমাদের খাবে? তাদের খাবে না? শেষ কথা হলো, সিডিসির লাদেন মার্কা ভিড়িও বার্তা বন্ধ করেন।

 

মানুষ স্বাভাবিক দিন দুনিয়া করুক। গর্তে লুকিয়ে থেকে যুদ্ধের ঢং আর কতোদিন। যুদ্ধে জিততে হলে যুদ্ধের সাজে-কৌশলে জীবন যুদ্ধের ময়দানে যেতে হবে। গর্তে থেকে যুদ্ধে জেতার কোনো কায়দা নেই। মানুষ যতোদিন বাঁচুক, বীরের মতো বাঁচুক। মরার আগে না মরুক। ভাতের অভাবে না মরুক। যুদ্ধ করে বাঁচুক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়