শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিলো নর্থ সাউথ ইউনিভার্সিটি

ইসমাঈল হুসাইন ইমু : [২] করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। খাদ্য সামগ্রী বিতরনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ত্রাণ হিসেবে তিন হাজার প্যাকেট খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

[৩] নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে মেজর জেনারেল মো. এনায়েতউল্লাহর সঙ্গে সাক্ষাত করে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। ওই সময় মেডিক্যাল সার্ভিসের (আর্মি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এবং ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক জামিল আহমেদ উপস্থিত ছিলেন।

[৪] ত্রাণ হিসেবে তিন হাজার প্যাকেট খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে চাল ৮ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, চিনি ১ কেজি ও সেমাই ২ প্যাকেট।

[৫] উল্লেখ্য, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় করোনা মোকাবেলায় ১১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আইজিপি ড. বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাত করে পুলিশের মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।

[৬] পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেও খাদ্য সামগ্রী হস্তান্তর করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) জামিল আহমেদ। সেইসঙ্গে ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীর কাছেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিতরণের জন্য ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী দেয়া হয়।

[৭] এছাড়া নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতনের একটি অংশ প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে জমা দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়