শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ মে, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২২ মে, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী এডিপিতে পিপিপিভুক্ত প্রকল্পের সংখ্যা বাড়িয়ে বাস্তবায়ন অগ্রগতি ত্বরান্বিত করা হবে : পিপিপি সিইও

সাইদ রিপন : [২] পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষের (পিপিপি) সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) সুলতানা আফরোজ এ কথা বলেন। এনইসিতে সদ্য অনুমোদিত ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন ১০টি সংস্থার ৬১টি পিপিপিভুক্ত প্রকল্প অন্তর্ভুক্ত করার হয়েছে।

[৩] সুলতানা আফরোজ বলেন, বিগত বছরের মত এবারও এডিপি প্রণয়ণ নির্দেশিকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর ৩০ শতাংশ প্রকল্প পিপিপি ভিত্তিতে প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। বর্তমানে তালিকাভুক্ত এসকল প্রকল্পের অনেকগুলোই নতুন প্রকল্প যা বাস্তবায়নে পিপিপি কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে। তাছাড়া কোভিড-১৯ পরবর্তী বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশের নিকট ভবিষ্যতের উন্নয়ন চিন্তায় ভৌত অবকাঠামো গড়ে তুলতে হবে। এই ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির জন্য পিপিপি ভিত্তিতে বিনিয়োগের উদ্যোগ বৃদ্ধির প্রয়োজন হবে। পিপিপি কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করছে ও বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

[৪] তিনি আরও বলেন, পিপিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি বৃদ্ধিতে জোড় দেওয়া হবে। দ্রুত সময়ে এসব প্রকল্প বাস্তবায়ন করে জনগণের দৌড় গড়ায় এর সুফল পৌঁছে দেয়া হবে। প্রকল্প দ্রুত বাস্তবায়ন করলে একদিকে যেমন ব্যয় কমবে অন্যদিকে জনকল্যাণমুখী হবে। অনেক সময় পিপিপিভুক্ত প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা যায়। এটা কমিয়ে আনাতে নানান ধরনের পদক্ষেপ নেয়া হবে। আগামী ৫ বছরের জন্য তৈরি হতে যাওয়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও পিপিপিতে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এডিপির বিনিয়োগ প্রকল্পের ৩০ শতাংশ পিপিপিতে বাস্তবায়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়