শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আম্ফানের আঘাতে নিহত বেড়ে ২৬, আহতদের মধ্যে চিকিৎসা নিয়ে ফিরেছেন ২ জন

শরীফ শাওন : [২] ঝড়ের আঘাতে বুধবার ও বৃহস্পতিবার বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে এ প্রাণহানীর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার (২২ মে) এ তথ্য জানানো হয়।

[৩] ক্ষতিগ্রস্ত বিভাগের মধ্যে খুলনায় মৃত্যুবরণ করেন ১৮ জন। বিভাগটির মনিরামপুর উপজেলাতে নিহতের সংখ্যা ৫, শার্শায় ৪ জন। সাতক্ষীরা সদরে ২ জন, ঝিনাইদহ সদরে ১, পাইকগাছা ও বাঘারপাড়া উপজেলায় ১ জন করে মৃত্যুবরণ করেন। জীবননগর ও চৌগাছা উপজেলায় ২ জন করে মারা যান।

[৪] বরিশালে নিহতের সংখ্যা ৭ জন। মাঠবাড়িয়া উপজেলায় ২ জন, ইন্দুরকানী, বোরহান উদ্দিন, চরফ্যাশন, গলাচিপা ও কলাপাড়া উপজেলায় ১ জন করে মৃত্যুবরণ করেন। এছাড়াও চট্টগ্রামের সন্ধীপ উপজেলায় ১ জন মারা যান।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, মৃত ব্যাক্তিদের মধ্যে, গাছ চাপা ও টিনের চাল পড়ে ৭ জন, গাছ চাপা পড়ে ১২ জন, দেওয়াল চাপা পড়ে ১ জন, দেওয়াল চাপা ও স্ট্রোকে ২ জন মারা যান। এছাড়াও নৌকা ডুবি, ট্রলা ডুবি, পা পিছলে ও পানিতে ডুবে ৪ জন মৃত্যুবরণ করেন।

[৫] আরও জানায়, আহতদের মধ্যে মেডিকেল টিমে সেবা নিচ্ছেন ৩ জন, অন্যত্র রেফার্ড করা হয় ২ জনকে এবং ডিসচার্য করা হয় ২ জনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়